চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। নিজের গত এক যুগের ক্যারিয়ারে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এ ছাড়া বছর জুড়েই স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকেন এ গায়িকা। তবে চলতি করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে আবারো বন্ধ হয়ে গেছে শো। যার কারণে ঝিলিকও ঘরবন্দি সময় পার করছেন। এদিকে রমজান উপলক্ষে সমপ্রতি ‘রমাদান মুবারক’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে ঝিলিকের। জামাল হোসেনের কথায় এর সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। ঝিলিকের সঙ্গে গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, ইবরার টিপু ও বিন্দু কনা।
এখন ঝিলিক রয়েছেন তার দেশের বাড়ি রংপুরে। লকডাউনের একদিন আগেই ঢাকা ছেড়ে বাড়িতে গিয়েছেন তিনি পরিবার সহ। এখন সেখানেই সবার সঙ্গে সময় পার করছেন। সঙ্গে চলছে সংগীত চর্চাও। ঝিলিক গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো না। অনেকে আক্রান্ত হচ্ছেন। অনেকে চলে গেছেন আমাদের ছেড়ে। একদিকে জীবন ও অন্যদিকে জীবিকার কঠিন সংগ্রাম চলছে। তারপরও আমি মনে করি সুস্থতা ও বেঁচে থাকা জরুরি। কাজ পরেও করা যাবে। ঝিলিক আরো বলেন, এখন রংপুরে আছি। পরিবারের সঙ্গে সময় পার করছি। আর সঙ্গে চলছে গানচর্চা। আমি যেখানেই থাকি এই চর্চা সব সময় চলতে থাকে। তবে দোয়া করি এই পরিস্থিতির অবসান হোক। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই।’
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। নিজের গত এক যুগের ক্যারিয়ারে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এ ছাড়া বছর জুড়েই স্টেজ শো নিয়েও ব্যস্ত থাকেন এ গায়িকা। তবে চলতি করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে আবারো বন্ধ হয়ে গেছে শো। যার কারণে ঝিলিকও ঘরবন্দি সময় পার করছেন। এদিকে রমজান উপলক্ষে সমপ্রতি ‘রমাদান মুবারক’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে ঝিলিকের। জামাল হোসেনের কথায় এর সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। ঝিলিকের সঙ্গে গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান, ইবরার টিপু ও বিন্দু কনা।
এখন ঝিলিক রয়েছেন তার দেশের বাড়ি রংপুরে। লকডাউনের একদিন আগেই ঢাকা ছেড়ে বাড়িতে গিয়েছেন তিনি পরিবার সহ। এখন সেখানেই সবার সঙ্গে সময় পার করছেন। সঙ্গে চলছে সংগীত চর্চাও। ঝিলিক গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো না। অনেকে আক্রান্ত হচ্ছেন। অনেকে চলে গেছেন আমাদের ছেড়ে। একদিকে জীবন ও অন্যদিকে জীবিকার কঠিন সংগ্রাম চলছে। তারপরও আমি মনে করি সুস্থতা ও বেঁচে থাকা জরুরি। কাজ পরেও করা যাবে। ঝিলিক আরো বলেন, এখন রংপুরে আছি। পরিবারের সঙ্গে সময় পার করছি। আর সঙ্গে চলছে গানচর্চা। আমি যেখানেই থাকি এই চর্চা সব সময় চলতে থাকে। তবে দোয়া করি এই পরিস্থিতির অবসান হোক। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাই।’