ম্যাডোনাকে প্রথমবার ‘সুপার হিট’ শব্দটির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তার প্রথম অ্যালবামের গান ‘হলিডে’; সেই সাফল্যের ৪০ বছর পূর্তি তিনি উদযাপন করবেন ‘গ্রেটেস্ট হিটস’ ট্যুরে ভক্তদের গান শুনিয়ে। বিসিসি জানিয়েছে, ৬৪ বছর বয়সী এই পপ-আইকন তার ‘সেলিব্রেশন ট্যুরে’ ১৯৮৩ সালে প্রকাশিত নিজের নামের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের ‘ম্যাডোনা এক্স’ অ্যালবামের সুপারহিট সব গান গাইবার পরিকল্পনা করছেন।
বিভিন্ন শহরে ৩৫টি শো নিয়ে হবে ‘ম্যাডোনা-দ্য সেলিব্রেশন ট্যুর’। সর্বশেষ ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গেয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্স-এর শোগুলোতে। কিন্তু হাঁটু ও কোমরের ইনজুরির কারণে সেসময় বেশ কয়েকটি শো বাতিল করতে হয়। থিয়েটারভিত্তিক এক্সপেরিমেন্টাল সেই ট্যুরের শেষ দশটি শো ছিল প্যারিসে, সেগুলো বাতিল হয় কোভিড মহামারীর কারণে।
নতুন ট্যুরেরর ঘোষণা দিয়ে ম্যাডোনা বলেন, “আমি রোমাঞ্চিত, যত বেশি সম্ভব গান গাইতে চাই। ভক্তদের সেই শো উপহার দিতে চাই, যার প্রতীক্ষায় তারা আছেন।”
জুলাই মাসে কানাডার ভ্যাঙ্কুভারে হবে ট্যুরের প্রথম শো। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউ ইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গাইবেন ম্যাডোনা। এখন পর্যন্ত লন্ডনে একটি শোর তারিখ ঘোষণা হয়েছে। ১৪ অক্টোবর সেই শো হবে ওটু অ্যারিনায়। তবে আপশাশের তারিখে যুক্তরাজ্যে আরও শো করার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সেলিব্রেশন ট্যুরের টিকেট বিক্রি। তবে ম্যাডোনা ফ্যান ক্লাবের সদস্যরা আগাম টিকেট কেনার সুযোগ পাচ্ছেন।
তবে শোর জন্য গান বাছাই করা ম্যাডোনার জন্য কঠিন কাজই হবে। কেবল যুক্তরাজ্যেই তার ৬৩টি গান বিভিন্ন সময়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। এর মধ্যে ১৩টি গান ছিল নম্বর ওয়ান সিঙ্গেল।
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
ম্যাডোনাকে প্রথমবার ‘সুপার হিট’ শব্দটির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তার প্রথম অ্যালবামের গান ‘হলিডে’; সেই সাফল্যের ৪০ বছর পূর্তি তিনি উদযাপন করবেন ‘গ্রেটেস্ট হিটস’ ট্যুরে ভক্তদের গান শুনিয়ে। বিসিসি জানিয়েছে, ৬৪ বছর বয়সী এই পপ-আইকন তার ‘সেলিব্রেশন ট্যুরে’ ১৯৮৩ সালে প্রকাশিত নিজের নামের প্রথম অ্যালবাম থেকে শুরু করে ২০১৯ সালের ‘ম্যাডোনা এক্স’ অ্যালবামের সুপারহিট সব গান গাইবার পরিকল্পনা করছেন।
বিভিন্ন শহরে ৩৫টি শো নিয়ে হবে ‘ম্যাডোনা-দ্য সেলিব্রেশন ট্যুর’। সর্বশেষ ম্যাডোনাকে পারফর্ম করতে দেখা গেয়েছিল ২০১৯ সালের ম্যাডাম এক্স-এর শোগুলোতে। কিন্তু হাঁটু ও কোমরের ইনজুরির কারণে সেসময় বেশ কয়েকটি শো বাতিল করতে হয়। থিয়েটারভিত্তিক এক্সপেরিমেন্টাল সেই ট্যুরের শেষ দশটি শো ছিল প্যারিসে, সেগুলো বাতিল হয় কোভিড মহামারীর কারণে।
নতুন ট্যুরেরর ঘোষণা দিয়ে ম্যাডোনা বলেন, “আমি রোমাঞ্চিত, যত বেশি সম্ভব গান গাইতে চাই। ভক্তদের সেই শো উপহার দিতে চাই, যার প্রতীক্ষায় তারা আছেন।”
জুলাই মাসে কানাডার ভ্যাঙ্কুভারে হবে ট্যুরের প্রথম শো। ১ ডিসেম্বর আমস্টারডামে ট্যুর শেষ করার আগে নিউ ইয়র্ক, বার্সেলোনা, প্যারিস ও স্টকহোমে গাইবেন ম্যাডোনা। এখন পর্যন্ত লন্ডনে একটি শোর তারিখ ঘোষণা হয়েছে। ১৪ অক্টোবর সেই শো হবে ওটু অ্যারিনায়। তবে আপশাশের তারিখে যুক্তরাজ্যে আরও শো করার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সেলিব্রেশন ট্যুরের টিকেট বিক্রি। তবে ম্যাডোনা ফ্যান ক্লাবের সদস্যরা আগাম টিকেট কেনার সুযোগ পাচ্ছেন।
তবে শোর জন্য গান বাছাই করা ম্যাডোনার জন্য কঠিন কাজই হবে। কেবল যুক্তরাজ্যেই তার ৬৩টি গান বিভিন্ন সময়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। এর মধ্যে ১৩টি গান ছিল নম্বর ওয়ান সিঙ্গেল।