টিভি ও মঞ্চ নাটকের দাপুটে এবং জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। অনেক নাটকে অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বর্তমানে তমালিকা আমেরিকার নিউ জার্সিতে থাকেন। তবে মাঝে-মধ্যে দেশে আসেন। ২৫জানুয়ারি তিনি আবার দেশে এসেছেন। এবার এসেছেন তার দল আরণ্যক এর ৫০বছর উদযাপনের নাট্য উৎসবে অংশগ্রগণ করতে।
তমালিকা সংবাদকে বলেন, ‘“এবার এসছি আমাদের দল আরণ্যক এর ৫০বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ করতে। ৮দিনের উৎসবে যে ৯টি নাটক মঞ্চায়ন হবে তার মধ্যে অনেকগুলোতেই আমি অভিনয় করতাম। তবে এই উৎসবে শুধু ‘ময়ূর সিংহাসন’ ও ‘রাঢ়াঙ’ নাটকে অভিনয় করছি। ‘ময়ূর সিংহাসন’ মঞ্চায়ন হবে ২৯জানুয়ারি, আর ‘রাঢ়াঙ’ মঞ্চায়ন হবে ৩১জানুয়ারি। উৎসব শেষে পুরো ফেব্রুয়ারি মাস দেশেই আছি। ২৮ফেব্রুয়ারি আমার আমেরিকায় ফিরে যাওয়ার ফ্লাইট”
তমালিকার অভিনয়ের শুরুটা মঞ্চ থেকেই। আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয় জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান। ১৯৯৬ সালে তিনি হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই ‘ ধারাবাহিক নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। চলচ্চিত্রেও এই অভিনেত্রী অভিনয় করেন। ‘এই ঘর এই সংসার’- ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের দর্শকের মনে দাগ কাটেন তিনি। এছাড়া তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কিত্তনখোলা’ ও ‘ঘেটুপুত্র কমলা’।
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
টিভি ও মঞ্চ নাটকের দাপুটে এবং জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। অনেক নাটকে অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বর্তমানে তমালিকা আমেরিকার নিউ জার্সিতে থাকেন। তবে মাঝে-মধ্যে দেশে আসেন। ২৫জানুয়ারি তিনি আবার দেশে এসেছেন। এবার এসেছেন তার দল আরণ্যক এর ৫০বছর উদযাপনের নাট্য উৎসবে অংশগ্রগণ করতে।
তমালিকা সংবাদকে বলেন, ‘“এবার এসছি আমাদের দল আরণ্যক এর ৫০বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ করতে। ৮দিনের উৎসবে যে ৯টি নাটক মঞ্চায়ন হবে তার মধ্যে অনেকগুলোতেই আমি অভিনয় করতাম। তবে এই উৎসবে শুধু ‘ময়ূর সিংহাসন’ ও ‘রাঢ়াঙ’ নাটকে অভিনয় করছি। ‘ময়ূর সিংহাসন’ মঞ্চায়ন হবে ২৯জানুয়ারি, আর ‘রাঢ়াঙ’ মঞ্চায়ন হবে ৩১জানুয়ারি। উৎসব শেষে পুরো ফেব্রুয়ারি মাস দেশেই আছি। ২৮ফেব্রুয়ারি আমার আমেরিকায় ফিরে যাওয়ার ফ্লাইট”
তমালিকার অভিনয়ের শুরুটা মঞ্চ থেকেই। আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয় জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান। ১৯৯৬ সালে তিনি হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই ‘ ধারাবাহিক নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। চলচ্চিত্রেও এই অভিনেত্রী অভিনয় করেন। ‘এই ঘর এই সংসার’- ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের দর্শকের মনে দাগ কাটেন তিনি। এছাড়া তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কিত্তনখোলা’ ও ‘ঘেটুপুত্র কমলা’।