আদর ও বর্ষা
সম্প্রতি নির্মিত হল নাটক ‘হাজির পোলা নান্নার মাইয়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব ও প্রযোজনা করেছেন কামরুজ্জামান। এই নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা। নাটকে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা , রিফাত চৌধুরী , রত্না খান আনোয়ার ,সুফল প্রমুখ শীঘ্রই নাটকটি টিভি চ্যানেল ও কে এস এন্টারটেইনমেন্ট এ প্রচারিত হবে।
পরিচালক মাইদুল কবির জানান, ‘পুরান ঢাকার দুই পরিবারকে কেন্দ্র করে নাটকটি, আদর ও নাজিয়ার জুটি দর্শক এই মুহূর্তে বেশ ভালোভাবেই নিচ্ছে , আমরাও তাদেরকে নিয়ে বেশ আশাবাদী ।
আদর ও বর্ষা
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
সম্প্রতি নির্মিত হল নাটক ‘হাজির পোলা নান্নার মাইয়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব ও প্রযোজনা করেছেন কামরুজ্জামান। এই নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আদর আহমেদ ও নাজিয়া বর্ষা। নাটকে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা , রিফাত চৌধুরী , রত্না খান আনোয়ার ,সুফল প্রমুখ শীঘ্রই নাটকটি টিভি চ্যানেল ও কে এস এন্টারটেইনমেন্ট এ প্রচারিত হবে।
পরিচালক মাইদুল কবির জানান, ‘পুরান ঢাকার দুই পরিবারকে কেন্দ্র করে নাটকটি, আদর ও নাজিয়ার জুটি দর্শক এই মুহূর্তে বেশ ভালোভাবেই নিচ্ছে , আমরাও তাদেরকে নিয়ে বেশ আশাবাদী ।