টানা দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১০ হাজারের বেশি।
এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ ইস্যুতে ইসরায়েলকে তুলোধুনো করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। এরই প্রতিক্রিয়ায় এবার স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলের সাথে কূটনৈতিক বিরোধ আরও গভীর করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কিনা তা নিয়ে তার গুরুতর সন্দেহ রয়েছে।
গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে এলো। স্প্যানিশ প্রধানমন্ত্রীর সর্বশেষ এই মন্তব্যকে আপত্তিকর বলে নিন্দা জানিয়েছে ।
ইসরায়েল বলেছে, গত ৭ অক্টোবরের মারাত্মক সেই হামলার পর হামাসকে তারা নির্মূল করতে চায়। মূলত গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
এমন অবস্থায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করছে — এমন কথা বিশ্বাস হয় না বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। ইসরায়েলকে তুলোধুনো করে তিনি আরও বলেন, ইসরায়েল আইন মানছে কিনা এ ব্যাপারে তার সত্যিকারের সন্দেহ রয়েছে।
তিনি বলেছেন, ‘যেসব ভিডিও আমরা দেখছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েল আসলেই আন্তর্জাতিক আইন মানছে কিনা।’ বিবিসি বলছে, স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে তিরস্কারের জন্য তলব করা হলো।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে ও সেই কাজ চালিয়ে যাবে এবং সমস্ত বন্দি ফিরে না আসা পর্যন্ত এবং গাজা থেকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে (ইসরায়েল)।’
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
টানা দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১০ হাজারের বেশি।
এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ ইস্যুতে ইসরায়েলকে তুলোধুনো করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। এরই প্রতিক্রিয়ায় এবার স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলের সাথে কূটনৈতিক বিরোধ আরও গভীর করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কিনা তা নিয়ে তার গুরুতর সন্দেহ রয়েছে।
গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে এলো। স্প্যানিশ প্রধানমন্ত্রীর সর্বশেষ এই মন্তব্যকে আপত্তিকর বলে নিন্দা জানিয়েছে ।
ইসরায়েল বলেছে, গত ৭ অক্টোবরের মারাত্মক সেই হামলার পর হামাসকে তারা নির্মূল করতে চায়। মূলত গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
এমন অবস্থায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করছে — এমন কথা বিশ্বাস হয় না বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। ইসরায়েলকে তুলোধুনো করে তিনি আরও বলেন, ইসরায়েল আইন মানছে কিনা এ ব্যাপারে তার সত্যিকারের সন্দেহ রয়েছে।
তিনি বলেছেন, ‘যেসব ভিডিও আমরা দেখছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েল আসলেই আন্তর্জাতিক আইন মানছে কিনা।’ বিবিসি বলছে, স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে তিরস্কারের জন্য তলব করা হলো।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে ও সেই কাজ চালিয়ে যাবে এবং সমস্ত বন্দি ফিরে না আসা পর্যন্ত এবং গাজা থেকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে (ইসরায়েল)।’