ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ জন বেসামরিক নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আজ শনিবার ভোরে এই হামলা করা হয়েছে। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউক্রেনের জাতীয় পুলিশ বলেছে, হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। পুলিশ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন।
সাসপিলনে পাবলিক টেলিভিশন জানিয়েছে, রুশ এই ড্রোন হামলায় শেভচেনকিভস্কি জেলায় একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে একটি দোকানে আগুন লেগেছে।
শহরটির মেয়র ইহোর তেরেখভ বলেছেন, খারকিভের শান্তিপূর্ণ বাসিন্দাদের ওপর এই হামলা আবারও প্রমাণ করে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র।
মেয়র টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ জন বেসামরিক নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আজ শনিবার ভোরে এই হামলা করা হয়েছে। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউক্রেনের জাতীয় পুলিশ বলেছে, হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। পুলিশ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন।
সাসপিলনে পাবলিক টেলিভিশন জানিয়েছে, রুশ এই ড্রোন হামলায় শেভচেনকিভস্কি জেলায় একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে একটি দোকানে আগুন লেগেছে।
শহরটির মেয়র ইহোর তেরেখভ বলেছেন, খারকিভের শান্তিপূর্ণ বাসিন্দাদের ওপর এই হামলা আবারও প্রমাণ করে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র।
মেয়র টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।