ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলোকে কেবল ‘মিডিয়ার অতিরঞ্জন’ বলে উড়িয়ে দেওয়া যাবে না।
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেশটির সব সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে বলেও মন্তব্য করেছেন।
শুক্রবার ভারতের লোকসভায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা সম্পর্কে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। ঢাকায় অন্তর্বর্তী সরকারকে তাদের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে উগ্রপন্থীদের দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, উগ্রপন্থীদের বক্তব্য, ক্রমবর্ধমান সহিংসতা ও উসকানির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
একের পর এক সংঘটিত এসব ঘটনাকে ‘মিডিয়ার অতিরঞ্জন’ বলে নাকচ করে দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছে ভারত সরকার।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলোকে কেবল ‘মিডিয়ার অতিরঞ্জন’ বলে উড়িয়ে দেওয়া যাবে না।
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেশটির সব সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে বলেও মন্তব্য করেছেন।
শুক্রবার ভারতের লোকসভায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা সম্পর্কে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। ঢাকায় অন্তর্বর্তী সরকারকে তাদের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে উগ্রপন্থীদের দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, উগ্রপন্থীদের বক্তব্য, ক্রমবর্ধমান সহিংসতা ও উসকানির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
একের পর এক সংঘটিত এসব ঘটনাকে ‘মিডিয়ার অতিরঞ্জন’ বলে নাকচ করে দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছে ভারত সরকার।