alt

আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা

সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

বিদেশী সংবাদ মাধ্যম : বুধবার, ০৫ মার্চ ২০২৫

১৫ মাসের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা -এএফপি

আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখ- গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখ- থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। ফিলিস্তিনি ও আরব নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন।

মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএর অধীনে গাজার শাসনব্যবস্থা এখনো অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তাঁর প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছিলেন। এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পুনর্গঠন পরিকল্পনাকে ‘পরিস্থিতির বাস্তবতা উপেক্ষা’ করার শামিল বলে উল্লেখ করেছে। দেশটি বলেছে, এতে হামাসের ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলিদের হত্যা ও অপহরণের বিষয়টি বা হামাসের সমালোচনা করা হয়নি। তবে, হামাস এ পরিকল্পনার সফলতা নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক সমর্থন পাওয়াকে ফিলিস্তিনিদের জন্য একটি ‘অগ্রগতি’ হিসেবে বিবেচনা করেছে।

কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে উপস্থাপিত নতুন প্রস্তাবটি জরুরি ত্রাণ, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর ভিত্তি করে ছিল। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, তার সরকারের পুনর্গঠন পরিকল্পনা নিশ্চিত করবে যে ফিলিস্তিনিরা ‘তাদের ভূমিতে থাকতে পারে।’ পরে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ ‘সম্পূর্ণ সহযোগিতা’ দিতে প্রস্তুত।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ‘একটি সমন্বিত আরব পরিকল্পনা’ গ্রহণের ঘোষণা দেওয়া হয়, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব প্রচেষ্টা ফিলিস্তিনির রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি রাজনৈতিক অগ্রগতির সঙ্গে সমান্তরালভাবে চলছে।’ সম্মেলনে পিএর অধীনে শাসনব্যবস্থায় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব একত্র করার আহ্বান জানিয়েছে। তবে এই অংশে হামাসের কথা বলা হয়নি। মিসর সরকার উত্থাপিত নথিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা আবাসন উন্নয়ন, উদ্যান ও কমিউনিটি সেন্টারের চিত্র উপস্থাপন করেছে। এ ছাড়া একটি বাণিজ্যিক বন্দর, প্রযুক্তিকেন্দ্র, সৈকতে অবস্থিত হোটেল এবং একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা দেখানো হয়েছে এতে।

মিসরের প্রস্তাবে এই অঞ্চল কোন কর্তৃপক্ষ শাসন করবে তা স্পষ্ট করে বলা হয়নি। তবে এক খসড়া বিবৃতিতে কেবল ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির সমর্থনের কথা বলা হয়েছে। এ ছাড়া সবচেয়ে আশঙ্কার বিষয় হলো—এই পরিকল্পনা ইসরায়েল সমর্থন করেনি। এর আগে, ইসরায়েলি বাধার কারণে গাজাকেন্দ্রিক সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিনের পুরো ভূখণ্ডের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান। এদিকে, উপকূলীয় অঞ্চলে হামাস গোষ্ঠী ১৬ মাসের যুদ্ধে দুর্বল হলেও রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে এবং এটি একটি প্রক্রিয়া মেনে নেবে না যা থেকে তাদের বাদ দেওয়া হবে। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, হামাস ফিলিস্তিনিদের ওপর প্রকল্প চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ‘আমরা সম্মেলনের সফলতার প্রতি আগ্রহী এবং আশা করি যে, বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান এবং আমাদের জনগণের অধিকার রক্ষার জন্য একটি আহ্বান থাকবে এতে।’ হামাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনকে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরকে ‘প্রতিরোধ’ করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা একটি কার্যকর আরব ভূমিকা প্রত্যাশা করি, যা গাজা উপকূলে দখলদারিত্বের সৃষ্টি করা মানবিক বিপর্যয় শেষ করবে...এবং (ইসরায়েলি) দখলদারত্বের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করবে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনে অংশ নেন।

তবে গাজায় তাঁর কোনো প্রভাব নেই বললেই চলে। মিসরের পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সমর্থনও পেয়েছে। তিনি এর আগে ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ পরিকল্পনার পর জাতিগত নিধনের সতর্কতা দিয়েছিলেন। গুতেরেস বলেন, ‘আমি আরব নেতৃস্থানীয় উদ্যোগকে স্বাগত জানাই এবং গাজা পুনর্গঠনে সমর্থন এগিয়ে নেওয়ার জন্য সম্মেলনে স্পষ্টভাবে প্রকাশিত এই পরিকল্পনা দৃঢ়ভাবে সমর্থন করি। জাতিসংঘ এই প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।’

ছবি

যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত, অসম্মানজনক আচরণ না করার অনুরোধ

ছবি

শ্রম আইনের আধুনিকায়নে প্রধান উপদেষ্টার নির্দেশ

ছবি

ফিলিপিন্সে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ছবি

৬ হাতি নিয়ে রাশিয়ায় মায়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ছবি

সার্বিয়ার পার্লামেন্টে ছোড়া হলো স্মোক গ্রেনেড, স্ট্রোকে আক্রান্ত আইনপ্রণেতা

ইন্দোনেশিয়ার রাজধানীতে বন্যা, ঘরছাড়া হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী’ তালিকায় ফের হুতিরা

ট্রাম্পের মন পেল না ভারত, ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ, কানাডার বাণিজ্য যুদ্ধ শুরু

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

ছবি

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের থমকে যাওয়া ‘খনিজ চুক্তি’ স্বাক্ষর করার পরিকল্পনা

ছবি

গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর পরিকল্পনা, ট্রাম্প প্রস্তাবের বিকল্প

ছবি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ

ছবি

‘অনুতাপ’ জেলেনস্কির, ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

ছবি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু

ছবি

মায়ানমারে বন্দী ৫০০ পাকিস্তানি, চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে মাসজুড়ে চলবে অভিযান

সিরিয়ার গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা

৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান

ছবি

মিয়ানমার জান্তা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রকে জবাব দেয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ছবি

যুক্তরাষ্ট্র থেকে ‘প্রত্যাখ্যাত’ ইউক্রেন রক্ষায় হচ্ছে নতুন জোট

ছবি

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় বাস গিরিসঙ্কটে, নিহত ৩১

ক্ষমতা গ্রহণের পর ৭৯টি নির্বাহী আদেশে সই ট্রাম্পের

ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য বৈশ্বিক সহায়তা চান ইমরান

ছবি

চাঁদের বুকে নেমেছে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

ছবি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ছবি

ইসরায়েলি বাধায় গাজায় খাদ্য সরবরাহ বন্ধ, দুর্ভিক্ষের শঙ্কা

হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডা, যুক্তরাষ্ট্রে ইউক্রেইনের সমর্থনে বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্রসাহায্য বন্ধ করবে ট্রাম্প প্রশাসন

"ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে তীব্র বাদানুবাদ, চুক্তি ভেস্তে গেল"

পাকিস্তানে বিরোধী জোটের নতুন নির্বাচন দাবি

চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা, হয়নি চুক্তি

ছবি

ট্রাম্প ও জেলেনস্কির বিবাদে অরক্ষিত হয়েছে ইউক্রেইন

ছবি

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর সম্পর্ক মেরামতের আশা জেলেনস্কির

tab

আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা

সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

বিদেশী সংবাদ মাধ্যম

১৫ মাসের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা -এএফপি

বুধবার, ০৫ মার্চ ২০২৫

আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখ- গাজা পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে নিজ ভূখ- থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। ফিলিস্তিনি ও আরব নেতারা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন।

মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএর অধীনে গাজার শাসনব্যবস্থা এখনো অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তাঁর প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থনও বাড়িয়েছিলেন। এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পুনর্গঠন পরিকল্পনাকে ‘পরিস্থিতির বাস্তবতা উপেক্ষা’ করার শামিল বলে উল্লেখ করেছে। দেশটি বলেছে, এতে হামাসের ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলিদের হত্যা ও অপহরণের বিষয়টি বা হামাসের সমালোচনা করা হয়নি। তবে, হামাস এ পরিকল্পনার সফলতা নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানিয়েছে এবং আঞ্চলিক সমর্থন পাওয়াকে ফিলিস্তিনিদের জন্য একটি ‘অগ্রগতি’ হিসেবে বিবেচনা করেছে।

কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে উপস্থাপিত নতুন প্রস্তাবটি জরুরি ত্রাণ, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের ওপর ভিত্তি করে ছিল। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, তার সরকারের পুনর্গঠন পরিকল্পনা নিশ্চিত করবে যে ফিলিস্তিনিরা ‘তাদের ভূমিতে থাকতে পারে।’ পরে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ ‘সম্পূর্ণ সহযোগিতা’ দিতে প্রস্তুত।

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ‘একটি সমন্বিত আরব পরিকল্পনা’ গ্রহণের ঘোষণা দেওয়া হয়, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব প্রচেষ্টা ফিলিস্তিনির রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি রাজনৈতিক অগ্রগতির সঙ্গে সমান্তরালভাবে চলছে।’ সম্মেলনে পিএর অধীনে শাসনব্যবস্থায় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব একত্র করার আহ্বান জানিয়েছে। তবে এই অংশে হামাসের কথা বলা হয়নি। মিসর সরকার উত্থাপিত নথিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা আবাসন উন্নয়ন, উদ্যান ও কমিউনিটি সেন্টারের চিত্র উপস্থাপন করেছে। এ ছাড়া একটি বাণিজ্যিক বন্দর, প্রযুক্তিকেন্দ্র, সৈকতে অবস্থিত হোটেল এবং একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা দেখানো হয়েছে এতে।

মিসরের প্রস্তাবে এই অঞ্চল কোন কর্তৃপক্ষ শাসন করবে তা স্পষ্ট করে বলা হয়নি। তবে এক খসড়া বিবৃতিতে কেবল ফিলিস্তিনি প্রশাসনিক কমিটির সমর্থনের কথা বলা হয়েছে। এ ছাড়া সবচেয়ে আশঙ্কার বিষয় হলো—এই পরিকল্পনা ইসরায়েল সমর্থন করেনি। এর আগে, ইসরায়েলি বাধার কারণে গাজাকেন্দ্রিক সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিনের পুরো ভূখণ্ডের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান। এদিকে, উপকূলীয় অঞ্চলে হামাস গোষ্ঠী ১৬ মাসের যুদ্ধে দুর্বল হলেও রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে এবং এটি একটি প্রক্রিয়া মেনে নেবে না যা থেকে তাদের বাদ দেওয়া হবে। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, হামাস ফিলিস্তিনিদের ওপর প্রকল্প চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ‘আমরা সম্মেলনের সফলতার প্রতি আগ্রহী এবং আশা করি যে, বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান এবং আমাদের জনগণের অধিকার রক্ষার জন্য একটি আহ্বান থাকবে এতে।’ হামাস মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের সম্মেলনকে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরকে ‘প্রতিরোধ’ করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা একটি কার্যকর আরব ভূমিকা প্রত্যাশা করি, যা গাজা উপকূলে দখলদারিত্বের সৃষ্টি করা মানবিক বিপর্যয় শেষ করবে...এবং (ইসরায়েলি) দখলদারত্বের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করবে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনে অংশ নেন।

তবে গাজায় তাঁর কোনো প্রভাব নেই বললেই চলে। মিসরের পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সমর্থনও পেয়েছে। তিনি এর আগে ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ পরিকল্পনার পর জাতিগত নিধনের সতর্কতা দিয়েছিলেন। গুতেরেস বলেন, ‘আমি আরব নেতৃস্থানীয় উদ্যোগকে স্বাগত জানাই এবং গাজা পুনর্গঠনে সমর্থন এগিয়ে নেওয়ার জন্য সম্মেলনে স্পষ্টভাবে প্রকাশিত এই পরিকল্পনা দৃঢ়ভাবে সমর্থন করি। জাতিসংঘ এই প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।’

back to top