alt

আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই

যুদ্ধ বন্ধে যেসব দাবি রাশিয়ার

বিদেশী সংবাদ মাধ্যম : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে -এএফপি

ইউক্রেন রাজি হওয়ার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে এবার রাশিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বুধবার এ খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যে প্রতিনিধি দলটি পাঠাচ্ছে সেখানে ঠিক কারা কারা আছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইতোমধ্যে বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ঘনিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, জেদ্দায় আলোচনা শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মস্কো যেতে পারেন। বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়েও প্রস্তাব পাঠানোর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি বিশদভাবে পর্যালোচনা করে দেখছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে কি না, বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ ছাড়াও বন্দর শহর ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রে পেসকভ বলেছেন, রুশ সেনারা ‘সফলভাবে অগ্রসর হচ্ছে। ’ যেসব এলাকায় ইউক্রেনের সেনারা আগে দখলে নিয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। ওই অঞ্চলে পুতিনের এটাই প্রথম সফর। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সফরকাল রুশ প্রেসিডেন্ট ওই অঞ্চলটিকে ‘সম্পূর্ণরূপে মুক্ত’ করার জন্য সেনাদের প্রতি নির্দেশ দিয়েছেন।এ ছাড়া মঙ্গলবার ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব উঠে এসেছে, সেটা নিয়ে পুতিন এখনও কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বুধবার ইঙ্গিত দিয়েছেন, তাদের কিছু সেনা কুরস্ক থেকে সরে যাচ্ছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে তিনি বলেছেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের অগ্রাধিকার ছিল ইউক্রেনের সেনাদের জীবন বাঁচানো।’ এমন জটিল পরিস্থিতির মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হওয়া ব্যাপারে আশাবাদী ডনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনকে রাজি করানোর জন্য রীতিমত চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কি না, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে নিজেদের দাবিনামার তালিকা পেশ করেছে রাশিয়া; বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্যক্তি রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, প্রকৃতপক্ষে মস্কো তাদের তালিকায় কী অন্তর্ভুক্ত করেছে এবং তারা ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কি না, তা পরিষ্কার হয়নি। ওই দুই ব্যক্তি জানিয়েছেন, রুশ ও মার্কিন কর্মকর্তারা তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে এবং ভার্চুয়ালি কথা বলার সময় ওই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, ক্রেমলিনের শর্তের আওতা বিস্তৃত এবং তারা আগেও ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে যেসব দাবি উত্থাপন করেছিল সেগুলোর সঙ্গে নতুন করে তৈরি করা দাবির তালিকা প্রায় একই।

আগে রাশিয়া যে সব শর্ত দিয়েছিল সেগুলো হলো— কিয়েভকে ন্যাটো সদস্যপদ না দেওয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হবে না মর্মে সমঝোতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকৃত ক্রিমিয়া ও চারটি প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্ত এটি মেনে নেওয়া। কয়েক বছর ধরে রাশিয়া আরেকটি দাবি তুলেছে আর সেটি হলো পূর্ব ইউরোপ থেকে মধ্য এশিয়ায় মার্কিন ও ন্যাটোর সামরিক সম্প্রসারণসহ তাদের কথিত ইউক্রেন যুদ্ধের ‘মূল কারণ’ এর সমাধান করা। কিছু মার্কিন কর্মকর্তা, আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের আশঙ্কা সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন একটি যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের মধ্যে বিভেদ আরো তীব্র করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর মস্কোয় যাচ্ছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন (যুদ্ধবিরতি নিয়ে) পুরোপুরি রাশিয়ার কোর্টে।’ তিনি আরও বলেন, একমাত্র শান্তি আলোচনার মধ্য দিয়েই যুদ্ধ বন্ধ হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিন বলেছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখছে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে। জেদ্দায় আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির ‘ইতিবাচক’ প্রস্তাব নিয়ে রাশিয়াকে রাজি করানোর ভার এখন যুক্তরাষ্ট্রের ওপর।

ছবি

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য: ট্রাম্প

ছবি

আইসিসিতে আজ হাজির হচ্ছেন দুতার্তে

ছবি

ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, গ্রেপ্তার ৯৮

ছবি

গণছাঁটাইয়ে চাকরি ফিরে পাচ্ছেন মার্কিন শিক্ষানবিশ কর্মীরা

ছবি

ঈদে নতুন সাত সিনেমা দেখাবে চ্যানেল আই

ছবি

‘রোজার মাসের ঈমানদার’-এ তানিন সুবহা

ছবি

ফিলিপিন্সের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ পুরো দায় নিলেন দুতার্তে

ছবি

পরমাণু ইস্যুতে বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া

ট্রাম্পের নজরে থাকা গ্রিনল্যান্ডের নির্বাচনে মধ্য-ডানপন্থীদের জয়

দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

সেনা অভিযানে জাফর এক্সপ্রেসের ৩৪৬ যাত্রী উদ্ধার, নিহত ৩৩ সন্ত্রাসী

ছবি

হজযাত্রীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ

ছবি

৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

ছবি

পাকিস্তানে ট্রেনে হামলা: ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, অভিযান চলছে

ছবি

বেলুচিস্তানে ট্রেন ছিনতাই: নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০৪ যাত্রী উদ্ধার, নিহত ২৬

ছবি

পাকিস্তানে ট্রেনে হামলা: বিচ্ছিন্নতাবাদীদের হাতে ১৮২ জন জিম্মি

ছবি

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল

ছবি

সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে

পারমাণবিক সাবমেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া

হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না : খামেনি

পবিত্র রমজানে ভারতশাসিত কাশ্মিরে ফ্যাশন শো, বিতর্কের ঝড়

ছবি

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ছবি

পরিবেশবান্ধব প্লাস্টিক আবিষ্কার, মিশে যাবে মাটি-পানিতে

ছবি

রাশিয়ার সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে পোল্যান্ড

যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা, নিহত ২৫

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে হাজারেরও বেশি বেসামরিক নিহত

ইরানের বিদ্যুৎ ক্রয়ে ইরাকের জন্য ভর্তুকি সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি

গাজা নিয়ে আরব পরিকল্পনা সমর্থন ইউরোপীয় নেতাদের

ছবি

ট্রাম্পের সামনেই মাস্ক-রুবিও‘র দ্বন্দ্ব

সৌদিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

ছবি

স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করছে মণিপুর

ইসরায়েলকে আল্টিমেটাম ইয়েমেনি গোষ্ঠীর

কাঁদলেন জাস্টিন ট্রুডো

ছবি

ফের উত্তাল সিরিয়া, নিহত ১৮০

ছবি

সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থিদের সংঘর্ষে রক্তপাত, নিহত অন্তত ৭০

ছবি

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে: ইউক্রেনের রাষ্ট্রদূত

tab

আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, ইউক্রেনে তীব্র লড়াই

যুদ্ধ বন্ধে যেসব দাবি রাশিয়ার

বিদেশী সংবাদ মাধ্যম

সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে -এএফপি

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ইউক্রেন রাজি হওয়ার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে এবার রাশিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বুধবার এ খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যে প্রতিনিধি দলটি পাঠাচ্ছে সেখানে ঠিক কারা কারা আছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইতোমধ্যে বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ঘনিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, জেদ্দায় আলোচনা শেষে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মস্কো যেতে পারেন। বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়েও প্রস্তাব পাঠানোর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি বিশদভাবে পর্যালোচনা করে দেখছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে কি না, বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ ছাড়াও বন্দর শহর ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রে পেসকভ বলেছেন, রুশ সেনারা ‘সফলভাবে অগ্রসর হচ্ছে। ’ যেসব এলাকায় ইউক্রেনের সেনারা আগে দখলে নিয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। ওই অঞ্চলে পুতিনের এটাই প্রথম সফর। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সফরকাল রুশ প্রেসিডেন্ট ওই অঞ্চলটিকে ‘সম্পূর্ণরূপে মুক্ত’ করার জন্য সেনাদের প্রতি নির্দেশ দিয়েছেন।এ ছাড়া মঙ্গলবার ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব উঠে এসেছে, সেটা নিয়ে পুতিন এখনও কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বুধবার ইঙ্গিত দিয়েছেন, তাদের কিছু সেনা কুরস্ক থেকে সরে যাচ্ছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে তিনি বলেছেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের অগ্রাধিকার ছিল ইউক্রেনের সেনাদের জীবন বাঁচানো।’ এমন জটিল পরিস্থিতির মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর হওয়া ব্যাপারে আশাবাদী ডনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনকে রাজি করানোর জন্য রীতিমত চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কি না, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে নিজেদের দাবিনামার তালিকা পেশ করেছে রাশিয়া; বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্যক্তি রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, প্রকৃতপক্ষে মস্কো তাদের তালিকায় কী অন্তর্ভুক্ত করেছে এবং তারা ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কি না, তা পরিষ্কার হয়নি। ওই দুই ব্যক্তি জানিয়েছেন, রুশ ও মার্কিন কর্মকর্তারা তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে এবং ভার্চুয়ালি কথা বলার সময় ওই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, ক্রেমলিনের শর্তের আওতা বিস্তৃত এবং তারা আগেও ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে যেসব দাবি উত্থাপন করেছিল সেগুলোর সঙ্গে নতুন করে তৈরি করা দাবির তালিকা প্রায় একই।

আগে রাশিয়া যে সব শর্ত দিয়েছিল সেগুলো হলো— কিয়েভকে ন্যাটো সদস্যপদ না দেওয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হবে না মর্মে সমঝোতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকৃত ক্রিমিয়া ও চারটি প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্ত এটি মেনে নেওয়া। কয়েক বছর ধরে রাশিয়া আরেকটি দাবি তুলেছে আর সেটি হলো পূর্ব ইউরোপ থেকে মধ্য এশিয়ায় মার্কিন ও ন্যাটোর সামরিক সম্প্রসারণসহ তাদের কথিত ইউক্রেন যুদ্ধের ‘মূল কারণ’ এর সমাধান করা। কিছু মার্কিন কর্মকর্তা, আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের আশঙ্কা সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন একটি যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের মধ্যে বিভেদ আরো তীব্র করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর মস্কোয় যাচ্ছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন (যুদ্ধবিরতি নিয়ে) পুরোপুরি রাশিয়ার কোর্টে।’ তিনি আরও বলেন, একমাত্র শান্তি আলোচনার মধ্য দিয়েই যুদ্ধ বন্ধ হতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিন বলেছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবনা যাচাই করে দেখছে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে। জেদ্দায় আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির ‘ইতিবাচক’ প্রস্তাব নিয়ে রাশিয়াকে রাজি করানোর ভার এখন যুক্তরাষ্ট্রের ওপর।

back to top