alt

আন্তর্জাতিক

এরদোয়ানের হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

বিদেশী সংবাদ মাধ্যম : শনিবার, ২২ মার্চ ২০২৫

তুরস্কের প্রাচীন ও ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের গ্রেপ্তারকৃত মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে হাজারো প্রতিবাদকারী রাস্তায় নেমে এসেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন কেউ রাস্তায় বিক্ষোভ করলে ‘সন্ত্রাস দমন’ করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুঁশিয়ারি থোড়াই কেয়ার করেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একরেম ইমামোগলু এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ভাবছিলেন। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে ঘোষণাও দিতেন। কিন্তু তার আগেই তাঁকে বুধবার গ্রেপ্তার করা হয়। ইমামোগলুর গ্রেপ্তারের পরপরই ফুঁসে উঠে এরদোয়ান বিরোধীরা। রাস্তায় নেমে আসতে শুরু করেন তারা। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসেন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল জানিয়েছেন, ইস্তাম্বুলে তিন লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে।

ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় সিএইচপি নেতা ওজেল বলেন, ‘আমরা তিন লাখ মানুষ।’ তিনি জানান, রাস্তাঘাট ও সেতু বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষোভকারীরা পুরো শহরে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। এর আগে, বুধবার সকালে মেয়র ইমামোগলুকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং ব্যবসায়ীকেও আটক করা হয়। গ্রেপ্তারের পর সরকার রাজনৈতিক সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করে।

এই ঘটনার একদিন আগে ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় ইমামোগলুর ডিগ্রি বাতিল ঘোষণা করে। তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা বাধ্যতামূলক, ফলে এই সিদ্ধান্ত কার্যত ইমামোগলুর প্রার্থী হওয়ার পথ রুদ্ধ করে দেয়। ইমামোগলু জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।

শুক্রবার এরদোয়ান ঘোষণা করেন, সরকার রাস্তায় কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না এবং বিরোধী দল সিএইচপিকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে আমাদের রাস্তায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, লুটপাটের স্বার্থ রক্ষার নামে কয়েকজন সুযোগসন্ধানী তুরস্কে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।’

সরকারের সমালোচকেরা মনে করছেন, ইমামোগলুর গ্রেপ্তার মূলত এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আগামী নির্বাচনের আগেই সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ। সরকারি কর্মকর্তারা অবশ্য বিরোধী নেতাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তুরস্কের আদালত স্বাধীনভাবে কাজ করছে। ইস্তাম্বুল থেকে আল-জাজিরার প্রতিবেদক আকসেল জাইমোভিচ জানান, ইস্তাম্বুলের পৌর ভবনের সামনে বিক্ষোভে ‘অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী’ অংশ নিয়েছে। তিনি বলেন, ‘তারা বলছে, ইমামোগলুর গ্রেপ্তার এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা বিক্ষোভ করছে।’

তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীরা বলছেন, এটি শুধু কোনো একক রাজনৈতিক দলকে সমর্থনের আন্দোলন নয়, বরং তুরস্কের সমাজে দীর্ঘদিনের ‘প্রাতিষ্ঠানিক অবিচারের’ বিরুদ্ধে একটি বার্তা পাঠানোর জন্য তারা আন্দোলনে নেমেছে। অনেকে বলছেন, তাদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের অধিকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।’ ইমামোগলুর গ্রেপ্তারের পর বুধবার ইস্তাম্বুলে বিক্ষোভ শুরু হয় এবং দ্রুত তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩২ টিতে ছড়িয়ে পড়ে। তাঁর দল সিএইচপি আগামীকাল রোববার ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। দলটি তাঁর গ্রেপ্তারকে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছে।

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের

ছবি

আকাশ থেকে পড়া বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ৩

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

ঈদ উপলক্ষে পাকিস্তানে ট্রেনের ভাড়া ২০ শতাংশ কমল

ছবি

কুরস্কে পিছু হটেছে ইউক্রেন, অভিযান ঘিরে নানা প্রশ্ন

ছবি

ইসরায়েলি হামলায় হামাস নেতা সালাহ আল-বারদাউইল নিহত

ছবি

নাইজারে মসজিদে জঙ্গি হামলায় নিহত ৪৪, তিন দিনের জাতীয় শোক ঘোষণা

ছবি

এবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ছবি

টোকিওতে ঐতিহাসিক বৈঠকে ৩ দেশ

‘ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব’

ছবি

গাজায় পূর্ণমাত্রায় হামলা, আরও অঞ্চল দখলের হুমকি

ছবি

যুক্তরাষ্ট্রে চার দেশের পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিলের ঘোষণা

ছবি

গাজার ‘আরও এলাকা দখলে’ নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের

ছবি

হিথ্রোতে বিদ্যুৎ বিপর্যয়: সীমিত ফ্লাইট চালু, ক্ষতিগ্রস্ত অন্তত দুই লাখ যাত্রী

ছবি

উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান

বুলডোজার দিয়ে কৃষকদের তাঁবু গুঁড়িয়ে দিল পুলিশ

আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন কমেছে ১৩ শতাংশ

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ছবি

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ছবি

নেতানিয়াহুর ‘অবিশ্বাস’, ইসরায়েলের গোয়েন্দা প্রধান রোনেন বার বরখাস্ত

ছবি

তেল আবিবে হামাসের রকেট হামলা

ছবি

ইসরায়েলের হামলায় তিন দিনে নিহত ৫০৬ ফিলিস্তিনি

ছবি

২০২৪ সালে আরও একদফা বেড়েছে সমুদ্রের উচ্চতা

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে বাজল সতর্ক সংকেত

যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি

ছবি

ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয়ে শিশুরা

ছবি

গাজায় ইসরায়েলের তীব্র স্থল অভিযান, আতঙ্কে ফিলিস্তিনিরা

ছবি

ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ:যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রে বরখাস্ত ২৫ হাজার কর্মীকে বহালের নির্দেশ আদালতের

ছবি

চীনে জন্মহার বাড়াতে ভাতা ও বিনামূল্যে দুধ বিতরণ

গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা

ছবি

ট্রাম্প-পুতিন ফোনালাপ ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

রেকর্ড তাপমাত্রায় কমেছে বরফ, বেড়েছে সমুদ্রের উচ্চতা

tab

আন্তর্জাতিক

এরদোয়ানের হুঁশিয়ারি অগ্রাহ্য করে রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

বিদেশী সংবাদ মাধ্যম

শনিবার, ২২ মার্চ ২০২৫

তুরস্কের প্রাচীন ও ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের গ্রেপ্তারকৃত মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে হাজারো প্রতিবাদকারী রাস্তায় নেমে এসেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন কেউ রাস্তায় বিক্ষোভ করলে ‘সন্ত্রাস দমন’ করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুঁশিয়ারি থোড়াই কেয়ার করেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একরেম ইমামোগলু এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ভাবছিলেন। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে ঘোষণাও দিতেন। কিন্তু তার আগেই তাঁকে বুধবার গ্রেপ্তার করা হয়। ইমামোগলুর গ্রেপ্তারের পরপরই ফুঁসে উঠে এরদোয়ান বিরোধীরা। রাস্তায় নেমে আসতে শুরু করেন তারা। শুক্রবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসেন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল জানিয়েছেন, ইস্তাম্বুলে তিন লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে।

ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় সিএইচপি নেতা ওজেল বলেন, ‘আমরা তিন লাখ মানুষ।’ তিনি জানান, রাস্তাঘাট ও সেতু বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষোভকারীরা পুরো শহরে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। এর আগে, বুধবার সকালে মেয়র ইমামোগলুকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং ব্যবসায়ীকেও আটক করা হয়। গ্রেপ্তারের পর সরকার রাজনৈতিক সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করে।

এই ঘটনার একদিন আগে ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় ইমামোগলুর ডিগ্রি বাতিল ঘোষণা করে। তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা বাধ্যতামূলক, ফলে এই সিদ্ধান্ত কার্যত ইমামোগলুর প্রার্থী হওয়ার পথ রুদ্ধ করে দেয়। ইমামোগলু জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।

শুক্রবার এরদোয়ান ঘোষণা করেন, সরকার রাস্তায় কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না এবং বিরোধী দল সিএইচপিকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে আমাদের রাস্তায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, লুটপাটের স্বার্থ রক্ষার নামে কয়েকজন সুযোগসন্ধানী তুরস্কে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।’

সরকারের সমালোচকেরা মনে করছেন, ইমামোগলুর গ্রেপ্তার মূলত এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আগামী নির্বাচনের আগেই সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ। সরকারি কর্মকর্তারা অবশ্য বিরোধী নেতাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তুরস্কের আদালত স্বাধীনভাবে কাজ করছে। ইস্তাম্বুল থেকে আল-জাজিরার প্রতিবেদক আকসেল জাইমোভিচ জানান, ইস্তাম্বুলের পৌর ভবনের সামনে বিক্ষোভে ‘অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী’ অংশ নিয়েছে। তিনি বলেন, ‘তারা বলছে, ইমামোগলুর গ্রেপ্তার এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা বিক্ষোভ করছে।’

তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীরা বলছেন, এটি শুধু কোনো একক রাজনৈতিক দলকে সমর্থনের আন্দোলন নয়, বরং তুরস্কের সমাজে দীর্ঘদিনের ‘প্রাতিষ্ঠানিক অবিচারের’ বিরুদ্ধে একটি বার্তা পাঠানোর জন্য তারা আন্দোলনে নেমেছে। অনেকে বলছেন, তাদের ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের অধিকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।’ ইমামোগলুর গ্রেপ্তারের পর বুধবার ইস্তাম্বুলে বিক্ষোভ শুরু হয় এবং দ্রুত তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩২ টিতে ছড়িয়ে পড়ে। তাঁর দল সিএইচপি আগামীকাল রোববার ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। দলটি তাঁর গ্রেপ্তারকে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছে।

back to top