ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আবারও গোলাগুলি হয়েছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় টানা তৃতীয় রাতের মতো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলো বলে আজ রোববার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে ভারতের যেকোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
পেহেলগামের ঘটনায় অভিযুক্তদের ধরতে ভারতীয় বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ভারতের পুলিশের দাবি, পলাতক বন্দুকধারীদের মধ্যে অন্তত দুজন পাকিস্তানি নাগরিক।
রোববার ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে এলওসিতে গুলি চালায়। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।
পেহেলগামের হামলার পর নয়াদিল্লি একাধিক কড়া পদক্ষেপ নেয়। তারা পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দেয়, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে।
এর পাল্টায় ইসলামাবাদও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং নিজেদের অংশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। তবে শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা সুবিধা চালু রাখা হয়েছে।
এদিকে জাতিসংঘ দুই দেশের প্রতি ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।
দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব ইরান ও সৌদি আরবের
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আবারও গোলাগুলি হয়েছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় টানা তৃতীয় রাতের মতো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলো বলে আজ রোববার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে ভারতের যেকোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
পেহেলগামের ঘটনায় অভিযুক্তদের ধরতে ভারতীয় বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ভারতের পুলিশের দাবি, পলাতক বন্দুকধারীদের মধ্যে অন্তত দুজন পাকিস্তানি নাগরিক।
রোববার ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে এলওসিতে গুলি চালায়। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।
পেহেলগামের হামলার পর নয়াদিল্লি একাধিক কড়া পদক্ষেপ নেয়। তারা পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দেয়, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে।
এর পাল্টায় ইসলামাবাদও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং নিজেদের অংশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। তবে শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা সুবিধা চালু রাখা হয়েছে।
এদিকে জাতিসংঘ দুই দেশের প্রতি ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।
দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব ইরান ও সৌদি আরবের