ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছেন। তবে ভারত আনুষ্ঠানিকভাবে ডনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, তাদের দীর্ঘদিনের জাতীয় একটি অবস্থান রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে।
ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ওই নীতির কোনো পরিবর্তন হয়নি। আপনারা জানেন যে, পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টি অমীমাংসিত।’ ভারত সরকার মার্কিন প্রেসিডেন্টের এই দাবিও প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের দাবি ছিল, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে ‘যুদ্ধবিরতি’ করতে রাজি করার হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে, ৭ মে থেকে ১০ মে পর্যন্ত চলা ‘অপারেশন সিঁদুর’ সময় ভারত ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল, তবে কোনো আলোচনাতেই বাণিজ্য ইস্যু আসেনি।
এই দাবির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০ মে বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানদের মধ্যে ফোনে কথা হয়, এবং সেখানেই যুদ্ধবিরতির সময় ও শর্ত নির্ধারিত হয়। পাকিস্তান হাইকমিশনের অনুরোধে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) এই আলোচনায় অংশ নেন।
বুধবার, ১৪ মে ২০২৫
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছেন। তবে ভারত আনুষ্ঠানিকভাবে ডনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, তাদের দীর্ঘদিনের জাতীয় একটি অবস্থান রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে।
ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ওই নীতির কোনো পরিবর্তন হয়নি। আপনারা জানেন যে, পাকিস্তান কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টি অমীমাংসিত।’ ভারত সরকার মার্কিন প্রেসিডেন্টের এই দাবিও প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের দাবি ছিল, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে ‘যুদ্ধবিরতি’ করতে রাজি করার হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে, ৭ মে থেকে ১০ মে পর্যন্ত চলা ‘অপারেশন সিঁদুর’ সময় ভারত ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল, তবে কোনো আলোচনাতেই বাণিজ্য ইস্যু আসেনি।
এই দাবির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০ মে বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানদের মধ্যে ফোনে কথা হয়, এবং সেখানেই যুদ্ধবিরতির সময় ও শর্ত নির্ধারিত হয়। পাকিস্তান হাইকমিশনের অনুরোধে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) এই আলোচনায় অংশ নেন।