আফগানিস্তানে তালেবান সরকারের চার বছর পর আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। এটি বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান নিয়ন্ত্রিত “ইসলামিক এমিরেট অব আফগানিস্তান” সরকারকে স্বীকৃতির ঘটনা।
বৃহস্পতিবার এক ঘোষণায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা তালেবান মনোনীত রাষ্ট্রদূত গুল হাসান হাসানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর হাতে রাষ্ট্রদূতের পরিচয়পত্র তুলে দেওয়ার একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের স্বীকৃতি দুদেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় গতি আনবে। বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে আমাদের সম্ভাবনা রয়েছে।”
এছাড়া মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তালেবান সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে রাশিয়ার এই সিদ্ধান্তকে “ইতিবাচক ও গুরুত্বপূর্ণ” হিসেবে বর্ণনা করেছে।
সিএনএন লিখেছে, রাশিয়ার স্বীকৃতি তালেবান সরকারের জন্য কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ এক মাইলফলক। কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধকালীন ইতিহাস রয়েছে। ১৯৮৯ সালে মুজাহিদিনদের হাতে পরাজিত হয়ে তারা আফগানিস্তান থেকে সরে যায়। সেই মুজাহিদিনদের একটি অংশ থেকেই পরবর্তীতে তালেবান গড়ে ওঠে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও চীন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তালেবানের কূটনৈতিক উপস্থিতি রয়েছে, কিন্তু তারা এখনও সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়নি।
রাশিয়া চলতি বছরের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে সরিয়ে দেয়। এরপরই আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া এগোয়।
তালেবানের বর্তমান লক্ষ্য পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি অর্জন। সিএনএন-এর খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হলে তালেবান এই প্রক্রিয়ায় গতি আনতে চায়। এরই অংশ হিসেবে তালেবান যুক্তরাষ্ট্রে একটি কূটনৈতিক কার্যালয় খোলার প্রস্তাবও দিয়েছে।
এছাড়া গত মার্চে যুক্তরাষ্ট্র দুই আমেরিকান বন্দিকে মুক্ত করে এবং তিন তালেবান নেতার মাথার দামের ঘোষণা প্রত্যাহার করে। ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
আফগানিস্তানে তালেবান সরকারের চার বছর পর আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। এটি বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান নিয়ন্ত্রিত “ইসলামিক এমিরেট অব আফগানিস্তান” সরকারকে স্বীকৃতির ঘটনা।
বৃহস্পতিবার এক ঘোষণায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা তালেবান মনোনীত রাষ্ট্রদূত গুল হাসান হাসানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর হাতে রাষ্ট্রদূতের পরিচয়পত্র তুলে দেওয়ার একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের স্বীকৃতি দুদেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় গতি আনবে। বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে আমাদের সম্ভাবনা রয়েছে।”
এছাড়া মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তালেবান সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে রাশিয়া। অন্যদিকে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে রাশিয়ার এই সিদ্ধান্তকে “ইতিবাচক ও গুরুত্বপূর্ণ” হিসেবে বর্ণনা করেছে।
সিএনএন লিখেছে, রাশিয়ার স্বীকৃতি তালেবান সরকারের জন্য কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ এক মাইলফলক। কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধকালীন ইতিহাস রয়েছে। ১৯৮৯ সালে মুজাহিদিনদের হাতে পরাজিত হয়ে তারা আফগানিস্তান থেকে সরে যায়। সেই মুজাহিদিনদের একটি অংশ থেকেই পরবর্তীতে তালেবান গড়ে ওঠে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও চীন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তালেবানের কূটনৈতিক উপস্থিতি রয়েছে, কিন্তু তারা এখনও সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়নি।
রাশিয়া চলতি বছরের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে সরিয়ে দেয়। এরপরই আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া এগোয়।
তালেবানের বর্তমান লক্ষ্য পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি অর্জন। সিএনএন-এর খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হলে তালেবান এই প্রক্রিয়ায় গতি আনতে চায়। এরই অংশ হিসেবে তালেবান যুক্তরাষ্ট্রে একটি কূটনৈতিক কার্যালয় খোলার প্রস্তাবও দিয়েছে।
এছাড়া গত মার্চে যুক্তরাষ্ট্র দুই আমেরিকান বন্দিকে মুক্ত করে এবং তিন তালেবান নেতার মাথার দামের ঘোষণা প্রত্যাহার করে। ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।