যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে ভয়াবহ হড়কা বানের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশু।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই হঠাৎ পানি বৃদ্ধিকে তিনি “বিধ্বংসী বন্যা” বলে আখ্যায়িত করেন।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। অংশ নিচ্ছে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, নয়টি উদ্ধারকারী দল এবং মাটিতে থাকা প্রায় ৫০০ কর্মী। কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে শুরু হওয়া এই তৎপরতা সারারাত ধরেই অব্যাহত থাকবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’ বন্যার সবচেয়ে বড় আঘাত পেয়েছে। কারভিল শহর থেকে ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই কেবলমাত্র মেয়েদের জন্য পরিচালিত ক্যাম্পটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, এখানকার ২০ শিশুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
লেফটেন্যান্ট গভর্নর প্যাট্রিক জানান, ক্যাম্পের অন্য দুটি এলাকা—সাইপ্রেস লেক ও সিনিয়র হিল—এর সব শিশুদের সন্ধান পাওয়া গেছে।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে ভয়াবহ হড়কা বানের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশু।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই হঠাৎ পানি বৃদ্ধিকে তিনি “বিধ্বংসী বন্যা” বলে আখ্যায়িত করেন।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। অংশ নিচ্ছে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, নয়টি উদ্ধারকারী দল এবং মাটিতে থাকা প্রায় ৫০০ কর্মী। কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে শুরু হওয়া এই তৎপরতা সারারাত ধরেই অব্যাহত থাকবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
গ্রীষ্মকালীন খ্রিস্টান ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’ বন্যার সবচেয়ে বড় আঘাত পেয়েছে। কারভিল শহর থেকে ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই কেবলমাত্র মেয়েদের জন্য পরিচালিত ক্যাম্পটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, এখানকার ২০ শিশুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
লেফটেন্যান্ট গভর্নর প্যাট্রিক জানান, ক্যাম্পের অন্য দুটি এলাকা—সাইপ্রেস লেক ও সিনিয়র হিল—এর সব শিশুদের সন্ধান পাওয়া গেছে।