ছবি: ভিডিও থেকে নেওয়া
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধের পর নিরাপদ আশ্রয়ে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অবশেষে প্রকাশ্যে এসেছেন।
শনিবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে জনসম্মুখে দেখা যায়। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ সময়কার ভিডিও সম্প্রচার করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পরিচিত হলে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে প্রবেশ করেন ৮৬ বছর বয়সী খামেনি। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন উঠে দাঁড়ান এবং স্লোগান দিতে শুরু করেন। ওই হলটিতে এর আগেও ইরানের রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে।
এর আগে গত ১৩ জুন ভোররাতে ইসরায়েলের আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ওই সময় থেকে খামেনি ‘নিরাপদ স্থানে’, অর্থাৎ একটি বাঙ্কারে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়।
যুদ্ধ চলাকালে খামেনি সরাসরি প্রকাশ্যে আসেননি। তবে তিনি ২৬ জুন আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না।”
অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও হত্যাকাণ্ডের আশঙ্কায় তিনি প্রকাশ্যে আসেননি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়।
ছবি: ভিডিও থেকে নেওয়া
রোববার, ০৬ জুলাই ২০২৫
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধের পর নিরাপদ আশ্রয়ে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অবশেষে প্রকাশ্যে এসেছেন।
শনিবার পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে জনসম্মুখে দেখা যায়। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ সময়কার ভিডিও সম্প্রচার করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পরিচিত হলে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে প্রবেশ করেন ৮৬ বছর বয়সী খামেনি। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন উঠে দাঁড়ান এবং স্লোগান দিতে শুরু করেন। ওই হলটিতে এর আগেও ইরানের রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে।
এর আগে গত ১৩ জুন ভোররাতে ইসরায়েলের আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ওই সময় থেকে খামেনি ‘নিরাপদ স্থানে’, অর্থাৎ একটি বাঙ্কারে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়।
যুদ্ধ চলাকালে খামেনি সরাসরি প্রকাশ্যে আসেননি। তবে তিনি ২৬ জুন আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না।”
অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও হত্যাকাণ্ডের আশঙ্কায় তিনি প্রকাশ্যে আসেননি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়।