ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা।
সামরিক সূত্রে জানা গেছে, হোদেইদাহ, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, হুতিদের একের পর এক আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ড ও সমর্থক দেশগুলোর জাহাজে হামলা চালায়। এতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয়।
ইসরায়েল জানায়, হুতিদের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে।
রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের শেষদিকে হুতিরা জাহাজটি দখলে নেয় এবং তাতে রাডার বসিয়ে আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালায় বলে অভিযোগ।
হামলার জবাবে হুতিদের দাবি, তারা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। লোহিত সাগর তীরবর্তী হোদেইদাহ শহরের বাসিন্দারা জানান, বিদ্যুৎকেন্দ্রে হামলার পর পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।
হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল হোদেইদাহতে একাধিকবার হামলা চালায়। এর আগেই ইসরায়েল এসব বন্দর খালি করার জন্য সতর্কবার্তা দেয়।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা।
সামরিক সূত্রে জানা গেছে, হোদেইদাহ, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, হুতিদের একের পর এক আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ড ও সমর্থক দেশগুলোর জাহাজে হামলা চালায়। এতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয়।
ইসরায়েল জানায়, হুতিদের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে।
রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের শেষদিকে হুতিরা জাহাজটি দখলে নেয় এবং তাতে রাডার বসিয়ে আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালায় বলে অভিযোগ।
হামলার জবাবে হুতিদের দাবি, তারা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। লোহিত সাগর তীরবর্তী হোদেইদাহ শহরের বাসিন্দারা জানান, বিদ্যুৎকেন্দ্রে হামলার পর পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।
হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল হোদেইদাহতে একাধিকবার হামলা চালায়। এর আগেই ইসরায়েল এসব বন্দর খালি করার জন্য সতর্কবার্তা দেয়।