গুয়াডালুপে নদী থেকে ভেসে যাওয়া একটি গাড়ি তুলে এনেছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে, যার মধ্যে ২৮ জনই শিশু। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যা–আক্রান্ত অঞ্চল পরিদর্শনে শুক্রবার যেতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, শুধু তার কাউন্টিতেই মারা গেছেন ৬৮ জন, যার মধ্যে শিশুই ২৮ জন। টেক্সাসের অন্যান্য অঞ্চলে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ক্যাম্প মিস্টিক’ নামের শতবর্ষী খ্রিস্টান ধর্মীয় গ্রীষ্মকালীন ক্যাম্পটি, যেখানে কেবল মেয়ে শিশুরা অংশ নেয়। এখান থেকেই ১০ জন ক্যাম্পার ও একজন কাউন্সেলর এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে।
ঝড় আর প্রবল বর্ষণে শুক্রবার ভোররাতে মাত্র ৪৫ মিনিটে গুয়াডালুপে নদীর পানি ২৯ ফুট বেড়ে যায়। অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে ছিলেন। নদীর পানিতে সবকিছু ভেসে যায়।
টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা প্রধান নিম কিড জানান, বন্যায় বার্নেট কাউন্টিতে ৩ জন, ট্রাভিসে ৫ জন, টম গ্রিনে ১ জন এবং উইলিয়ামসনে ১ জনের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেন, “যা ঘটেছে তা ভয়াবহ। ঈশ্বর টেক্সাসবাসীকে আশীর্বাদ করুন।” তার প্রশাসন গভর্নর অ্যাবটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেও জানান তিনি।
সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন, তবে বন্যার আশঙ্কায় কিছু স্বেচ্ছাসেবককে সরিয়ে নেওয়া হয়েছে।
গুয়াডালুপে নদী থেকে ভেসে যাওয়া একটি গাড়ি তুলে এনেছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
সোমবার, ০৭ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে, যার মধ্যে ২৮ জনই শিশু। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যা–আক্রান্ত অঞ্চল পরিদর্শনে শুক্রবার যেতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, শুধু তার কাউন্টিতেই মারা গেছেন ৬৮ জন, যার মধ্যে শিশুই ২৮ জন। টেক্সাসের অন্যান্য অঞ্চলে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ক্যাম্প মিস্টিক’ নামের শতবর্ষী খ্রিস্টান ধর্মীয় গ্রীষ্মকালীন ক্যাম্পটি, যেখানে কেবল মেয়ে শিশুরা অংশ নেয়। এখান থেকেই ১০ জন ক্যাম্পার ও একজন কাউন্সেলর এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে।
ঝড় আর প্রবল বর্ষণে শুক্রবার ভোররাতে মাত্র ৪৫ মিনিটে গুয়াডালুপে নদীর পানি ২৯ ফুট বেড়ে যায়। অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে ছিলেন। নদীর পানিতে সবকিছু ভেসে যায়।
টেক্সাসের জরুরি ব্যবস্থাপনা প্রধান নিম কিড জানান, বন্যায় বার্নেট কাউন্টিতে ৩ জন, ট্রাভিসে ৫ জন, টম গ্রিনে ১ জন এবং উইলিয়ামসনে ১ জনের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেন, “যা ঘটেছে তা ভয়াবহ। ঈশ্বর টেক্সাসবাসীকে আশীর্বাদ করুন।” তার প্রশাসন গভর্নর অ্যাবটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেও জানান তিনি।
সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন, তবে বন্যার আশঙ্কায় কিছু স্বেচ্ছাসেবককে সরিয়ে নেওয়া হয়েছে।