সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানা যায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২৩ জুন স্মারকটিতে স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ফেডারেল রেজিস্ট্রারের প্রিভিউয়ে এটি প্রদর্শন করা হয়।
স্মারকে রুবিও লিখেছেন, অ্যাটর্নি জেনারেল এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি আল-নুসরা ফ্রন্ট- যা হায়াত তাহরির আল শাম নামেও পরিচিত- এর ওপর থেকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করছি। তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-নুসরা ফ্রন্ট হিসাবেই পরিচিত ছিল। তখন এটি ছিল জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সিরীয় শাখা। ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে এই গোষ্ঠীর সম্পর্ক ছিন্ন হয়। গতবছর ডিসেম্বরে আল-নুসরা ফ্রন্ট বা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বেই অন্যান্য ইসলামিক দলগুলো একযোগে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটায়।
এরপর এইচটিএস এর নেতা আহমেদ আল-শারা সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি সবার অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক সিরিয়া গড়তে চান বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এক সপ্তাহ আগে সিরিয়ার ওপর থেকে নানা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে নির্বাহী আদেশ সই করেন। তারপরই এল এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার এ পদক্ষেপ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানা যায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২৩ জুন স্মারকটিতে স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ফেডারেল রেজিস্ট্রারের প্রিভিউয়ে এটি প্রদর্শন করা হয়।
স্মারকে রুবিও লিখেছেন, অ্যাটর্নি জেনারেল এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি আল-নুসরা ফ্রন্ট- যা হায়াত তাহরির আল শাম নামেও পরিচিত- এর ওপর থেকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করছি। তাহরির আল-শাম (এইচটিএস) আগে আল-নুসরা ফ্রন্ট হিসাবেই পরিচিত ছিল। তখন এটি ছিল জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সিরীয় শাখা। ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে এই গোষ্ঠীর সম্পর্ক ছিন্ন হয়। গতবছর ডিসেম্বরে আল-নুসরা ফ্রন্ট বা হায়াত তাহরির আল শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বেই অন্যান্য ইসলামিক দলগুলো একযোগে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটায়।
এরপর এইচটিএস এর নেতা আহমেদ আল-শারা সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি সবার অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক সিরিয়া গড়তে চান বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এক সপ্তাহ আগে সিরিয়ার ওপর থেকে নানা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে নির্বাহী আদেশ সই করেন। তারপরই এল এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার এ পদক্ষেপ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে।