ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমালা। তবে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, যারা ভাইস প্রেসিডেন্টের পদে থাকেন, ক্ষমতা থেকে বিদায়ের পর ৬ মাস পর্যন্ত তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে প্রেসিডেন্সিয়াল ক্ষমতাবলে কমালার রাষ্ট্রীয় নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন। গতকাল শুক্রবার সেই আদেশই বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। চিঠি প্রদানের মাধ্যমে কমালা হ্যারিসকে তা জানানোও হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পাবেন না তিনি। কমালার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টেন অ্যালেন চিঠির প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কাজের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমালা। তবে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, যারা ভাইস প্রেসিডেন্টের পদে থাকেন, ক্ষমতা থেকে বিদায়ের পর ৬ মাস পর্যন্ত তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে প্রেসিডেন্সিয়াল ক্ষমতাবলে কমালার রাষ্ট্রীয় নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন। গতকাল শুক্রবার সেই আদেশই বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। চিঠি প্রদানের মাধ্যমে কমালা হ্যারিসকে তা জানানোও হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পাবেন না তিনি। কমালার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টেন অ্যালেন চিঠির প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কাজের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’