মালয়েশিয়ায় বেশ কয়েক দিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।
মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার।
রাজপ্রাসাদের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর রাজা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন।
শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) দল। তবে সরকার গঠনের জন্য তাদের পর্যাপ্ত আসন নেই এবং তারা কোন দলের সঙ্গে জোট গঠন করবেন, তা স্পষ্ট নয়।
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
মালয়েশিয়ায় বেশ কয়েক দিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।
মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার।
রাজপ্রাসাদের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর রাজা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন।
শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) দল। তবে সরকার গঠনের জন্য তাদের পর্যাপ্ত আসন নেই এবং তারা কোন দলের সঙ্গে জোট গঠন করবেন, তা স্পষ্ট নয়।