লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড ফাইভ আই টু ইন ওয়ান (83DT002XLK) ল্যাপটপ।
১৪ জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৫.৪ গিগাহার্জ ইন্টেল কোর সেভেন-১৫০ ইউ (র্যাপটর লেক রিফ্রেশ) প্রসেসর, ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআরফাইভ-৫২০০ র্যাম এবং এনভিএমই ১টিবি এসএসডি যা দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। মডেলটিতে ৩০০নিটস ব্রাইটনেস এর ১৪ ইঞ্চি টাচ WUXGA আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। চোখের ক্ষতি কমিয়ে আনতে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফাইট ডিসপ্লে। সুরক্ষিত ভিডিও কলের জন্য একটি প্রাইভেসি শাটারসহ ১০৮০পি ক্যামেরা এবং সাউন্ড এর জন্য 2W×2 ডলবি অডিও স্পিকার রয়েছে। দ্রুত এবং নির্ভরযোগ্য ওয়্যারলেস সংযোগের জন্য আছে ওয়াইফাই ৬×২+ব্লুটুথ ৫.২। ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে একটি লেনোভো ডিজিটাল পেন ২।
এছাড়াও ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কী-বোর্ড এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট রিডার। ল্যাপটপটির ৫৭ ওয়াট আওয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে এবং ইউএসবি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার সুবিধাজনক চার্জিং প্রদান করে। ল্যাপটপটি মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।
এই মডেলটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রি রোটেট্যাবল, ফলে প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করা যায়। ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। এর ওজন মাত্র ১.৬ কেজি। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।
২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে ১,৪৫,০০০ টাকা।
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড ফাইভ আই টু ইন ওয়ান (83DT002XLK) ল্যাপটপ।
১৪ জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৫.৪ গিগাহার্জ ইন্টেল কোর সেভেন-১৫০ ইউ (র্যাপটর লেক রিফ্রেশ) প্রসেসর, ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআরফাইভ-৫২০০ র্যাম এবং এনভিএমই ১টিবি এসএসডি যা দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। মডেলটিতে ৩০০নিটস ব্রাইটনেস এর ১৪ ইঞ্চি টাচ WUXGA আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। চোখের ক্ষতি কমিয়ে আনতে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফাইট ডিসপ্লে। সুরক্ষিত ভিডিও কলের জন্য একটি প্রাইভেসি শাটারসহ ১০৮০পি ক্যামেরা এবং সাউন্ড এর জন্য 2W×2 ডলবি অডিও স্পিকার রয়েছে। দ্রুত এবং নির্ভরযোগ্য ওয়্যারলেস সংযোগের জন্য আছে ওয়াইফাই ৬×২+ব্লুটুথ ৫.২। ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে একটি লেনোভো ডিজিটাল পেন ২।
এছাড়াও ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কী-বোর্ড এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট রিডার। ল্যাপটপটির ৫৭ ওয়াট আওয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে এবং ইউএসবি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার সুবিধাজনক চার্জিং প্রদান করে। ল্যাপটপটি মিলিটারি গ্রেড-এসটিডি-৮১০এইচ টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।
এই মডেলটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রি রোটেট্যাবল, ফলে প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করা যায়। ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। এর ওজন মাত্র ১.৬ কেজি। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।
২ বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে ১,৪৫,০০০ টাকা।