তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর যৌথ আয়োজনে গত ২৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট। অনুষ্ঠানে বাংলাদেশের মার্কেটে লেনোভোর কয়েকটি নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচন করা হয়। মডেলগুলোর মধ্যে ছিলো থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই।
এর মধ্যে ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ। ইন্টেলের সাথে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্ট্যের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।
অন্যদিকে লিজিয়ন ৫আই ল্যাপটপটি একইসাথে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে ধারনা করা হচ্ছে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রু-স্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার, লেনোভো’র জেনারেল ম্যানেজার (ওভারসিজ বিজনেস কনজিউমার, কমার্শিয়াল এবং ট্যাবলেটস- বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ) নবীন কেজরিওয়াল, লেনোভো ইন্ডিয়ার চ্যানেল ম্যানেজার (কনজ্যুমার ল্যাপটপ) হাসান রিয়াজ, রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার সুমন রয় প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ১৮০টি বাজারে কার্যক্রম পরিচালনা করছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর।
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর যৌথ আয়োজনে গত ২৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে লেনোভো ৩৬০ ইভল্ভ ইভেন্ট। অনুষ্ঠানে বাংলাদেশের মার্কেটে লেনোভোর কয়েকটি নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচন করা হয়। মডেলগুলোর মধ্যে ছিলো থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই।
এর মধ্যে ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ। ইন্টেলের সাথে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্ট্যের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।
অন্যদিকে লিজিয়ন ৫আই ল্যাপটপটি একইসাথে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে ধারনা করা হচ্ছে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রু-স্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার, লেনোভো’র জেনারেল ম্যানেজার (ওভারসিজ বিজনেস কনজিউমার, কমার্শিয়াল এবং ট্যাবলেটস- বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান এবং মালদ্বীপ) নবীন কেজরিওয়াল, লেনোভো ইন্ডিয়ার চ্যানেল ম্যানেজার (কনজ্যুমার ল্যাপটপ) হাসান রিয়াজ, রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার সুমন রয় প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ১৮০টি বাজারে কার্যক্রম পরিচালনা করছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশে লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর।