বাংলালিংকের এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন তরুণদের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ‘নিওন-লাইট নাইট রান’ এর আয়োজন করা হয়। আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম-উপলব্ধির এক অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে। ঢাকা ফ্লো’র ওয়ার্মআপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো-ইন-দ্য-ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান; যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিওন পেইন্ট দিয়ে রাঙানো ছিলো। কেবল দৌড়ের চেয়েও বেশি কিছু এই নিওন রানে ফিটনেসের সঙ্গে বিনোদনের সমন্বয় ঘটে। তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেসে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে নতুন উপায় হিসেবে এ ধরনের আয়োজন এবারই বাংলাদেশে প্রথম হয়েছে।
এ বিষয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেদের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। কমিউনিটির সদস্যদের একত্রিত করার লক্ষ্যে এই আয়োজন ডিজাইন করা হয়েছে। এটি কেবল দৌড়ানো নয়; এর সঙ্গে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িত রয়েছে।
আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।
সোমবার, ১০ মার্চ ২০২৫
বাংলালিংকের এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্যসচেতন তরুণদের জন্য ‘রাইজ নিওন রান’ আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ‘নিওন-লাইট নাইট রান’ এর আয়োজন করা হয়। আয়োজনটি ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ডকে গতি, সঙ্গীত ও আত্ম-উপলব্ধির এক অঙ্গনে পরিণত করে, যেখানে দেশের তরুণরা স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে। ঢাকা ফ্লো’র ওয়ার্মআপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো-ইন-দ্য-ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান; যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিওন পেইন্ট দিয়ে রাঙানো ছিলো। কেবল দৌড়ের চেয়েও বেশি কিছু এই নিওন রানে ফিটনেসের সঙ্গে বিনোদনের সমন্বয় ঘটে। তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেসে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে নতুন উপায় হিসেবে এ ধরনের আয়োজন এবারই বাংলাদেশে প্রথম হয়েছে।
এ বিষয়ে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেদের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, রাইজ নিওন রান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। কমিউনিটির সদস্যদের একত্রিত করার লক্ষ্যে এই আয়োজন ডিজাইন করা হয়েছে। এটি কেবল দৌড়ানো নয়; এর সঙ্গে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িত রয়েছে।
আয়োজনে আরও ছিল রাইজ এক্সপেরিয়েন্স জোন, যেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডের ডিজিটাল লাইফস্টাইল অফার, এআই-নির্ভর প্রোডাক্টিভিটি টুলস এবং তরুণদের জন্য বিশেষভাবে নিয়ে আসা সুবিধা সম্পর্কে জানার সুযোগ পান।