২০২৫ সালের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এবং বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি স্বাক্ষর করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) এর দলনেতা ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মইনুল হোসেন।
প্রতিযোগিতাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: প্রথমে অনলাইন প্রাথমিক রাউন্ড, তারপর আঞ্চলিক হাইব্রিড রাউন্ড, এবং শেষ পর্যায়ে চূড়ান্ত জাতীয় রাউন্ড, যা অফলাইনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডিন, বিইউবিটি আইকিউএসি ও বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ প্রমুখ।
শনিবার, ২২ মার্চ ২০২৫
২০২৫ সালের বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এবং বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি স্বাক্ষর করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) এর দলনেতা ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মইনুল হোসেন।
প্রতিযোগিতাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে: প্রথমে অনলাইন প্রাথমিক রাউন্ড, তারপর আঞ্চলিক হাইব্রিড রাউন্ড, এবং শেষ পর্যায়ে চূড়ান্ত জাতীয় রাউন্ড, যা অফলাইনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডিন, বিইউবিটি আইকিউএসি ও বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ প্রমুখ।