সম্প্রতি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের (পিএমআইএল) উদ্যোগে পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং নেটওয়ার্ক কোম্পানি ‘এখনচার্জ’ কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁও-এ প্রথম পাবলিক হাই-স্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টে (চৌদ্দগ্রাম, চিওড়া, কুমিল্লা) অবস্থিত এই স্টেশনটি ইভি মালিকদের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য চার্জিং সুবিধা প্রদান করবে। ১৮০ কিলোওয়াট ক্ষমতার এই চার্জিং সুবিধায় ২০ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব। স্টেশনটি সকল ব্র্যান্ডের (ঈঈঝ২ পড়সঢ়ষরধহঃ) ইভি গাড়ির জন্য উন্মুক্ত। স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড তাদের নিজস্ব ইনহাউস টেকনোলজি বিভাগের মাধ্যমে একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ এবং চার্জিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। ব্যবহারকারীরা অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে “ঊশযড়হ ঈযধৎমব” অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পাওয়া, চার্জিং শুরু করা, চার্জিং সময় ট্র্যাক করা এবং বিল পরিশোধ সহ পুরো চার্জিং প্রক্রিয়া সহজ ও সম্পূর্ণ ব্যবহার বান্ধব করা যাবে।
উন্নত প্রযুক্তি সেবা নিশ্চিত করতে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সিমেন্স, ভল্টিক, অরোরা এবং টিবিইএ এর মতো বৈশি^ক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বর্তমানে পিএমআইএল এর ‘এখন চার্জ’ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ডিসি ফাস্ট চার্জিং স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।
কুমিল্লায় চালু হওয়া এই চার্জিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) আব্দুস সালাম টোটন; ম্যানেজার, সাপ্লাই চেইন ও অপারেশনস, রাকাত জাহান আহমেদ শাহরীন; ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন, মোঃ সোহাগ খান এবং ইভি পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিওয়াইডি বাংলাদেশ। অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য, বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস, সার্ভিস প্রধান মোজ্জাম্মেল হক।
সোমবার, ১৯ মে ২০২৫
সম্প্রতি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের (পিএমআইএল) উদ্যোগে পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জিং নেটওয়ার্ক কোম্পানি ‘এখনচার্জ’ কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁও-এ প্রথম পাবলিক হাই-স্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টে (চৌদ্দগ্রাম, চিওড়া, কুমিল্লা) অবস্থিত এই স্টেশনটি ইভি মালিকদের জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য চার্জিং সুবিধা প্রদান করবে। ১৮০ কিলোওয়াট ক্ষমতার এই চার্জিং সুবিধায় ২০ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব। স্টেশনটি সকল ব্র্যান্ডের (ঈঈঝ২ পড়সঢ়ষরধহঃ) ইভি গাড়ির জন্য উন্মুক্ত। স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড তাদের নিজস্ব ইনহাউস টেকনোলজি বিভাগের মাধ্যমে একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ এবং চার্জিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। ব্যবহারকারীরা অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে “ঊশযড়হ ঈযধৎমব” অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পাওয়া, চার্জিং শুরু করা, চার্জিং সময় ট্র্যাক করা এবং বিল পরিশোধ সহ পুরো চার্জিং প্রক্রিয়া সহজ ও সম্পূর্ণ ব্যবহার বান্ধব করা যাবে।
উন্নত প্রযুক্তি সেবা নিশ্চিত করতে, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সিমেন্স, ভল্টিক, অরোরা এবং টিবিইএ এর মতো বৈশি^ক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। বর্তমানে পিএমআইএল এর ‘এখন চার্জ’ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ডিসি ফাস্ট চার্জিং স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।
কুমিল্লায় চালু হওয়া এই চার্জিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) আব্দুস সালাম টোটন; ম্যানেজার, সাপ্লাই চেইন ও অপারেশনস, রাকাত জাহান আহমেদ শাহরীন; ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন, মোঃ সোহাগ খান এবং ইভি পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিওয়াইডি বাংলাদেশ। অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য, বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস, সার্ভিস প্রধান মোজ্জাম্মেল হক।