প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, ২০২৫ সালের পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতা (পিএমএনসি) বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। গত ৮-১০ মে পর্যন্ত অনুষ্ঠিত পিএমএনসি ২০২৫-এর চূড়ান্ত পর্বে দেশের শীর্ষস্থানীয় ১৬টি দল অংশগ্রহণ করে। সেখানে বিজয়ী হয়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে দলগুলোর মধ্যে চলে কঠিন লড়াই। তবে প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং ২০২৫ সালের ‘পিএমএসএল সিএসএ স্প্রিং’ আসরে অংশগ্রহণের টিকেট।
এই সহযোগিতার মাধ্যমে ইনফিনিক্স প্রযুক্তি নির্ভর প্রচারণা, লাইভ স্ট্রিম কাভারেজ এবং বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাটিকে সমর্থন করেছে।
পিএমএনসি এর মতো প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে, ইনফিনিক্স তার গেমিং-ফোকাসড স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছে- যেগুলো মসৃণ গেমপ্লে, রেসপন্সিভ টাচ, দীর্ঘ ব্যাটারি জীবন, এবং উন্নত কুলিং সুবিধা প্রদান করে। পাশাপাশি, এটি তরুণ ই-স্পোর্টস প্রতিভাদের স্বপ্নের বাস্তবায়নে সহায়ক হচ্ছে।
পিএমএনসি ২০২৫ এর চূড়ান্ত পর্বে এ১ ইস্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা ‘পিএমএসএল সিএসএ স্প্রিং ২০২৫’ এ অংশগ্রহণের টিকেট নিশ্চিত করেছে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, ২০২৫ সালের পাবজি মোবাইল জাতীয় প্রতিযোগিতা (পিএমএনসি) বাংলাদেশ আসরের গেমিং ফোন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। গত ৮-১০ মে পর্যন্ত অনুষ্ঠিত পিএমএনসি ২০২৫-এর চূড়ান্ত পর্বে দেশের শীর্ষস্থানীয় ১৬টি দল অংশগ্রহণ করে। সেখানে বিজয়ী হয়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে দলগুলোর মধ্যে চলে কঠিন লড়াই। তবে প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং ২০২৫ সালের ‘পিএমএসএল সিএসএ স্প্রিং’ আসরে অংশগ্রহণের টিকেট।
এই সহযোগিতার মাধ্যমে ইনফিনিক্স প্রযুক্তি নির্ভর প্রচারণা, লাইভ স্ট্রিম কাভারেজ এবং বাংলাদেশের গেমিংপ্রেমীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রতিযোগিতাটিকে সমর্থন করেছে।
পিএমএনসি এর মতো প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়ে, ইনফিনিক্স তার গেমিং-ফোকাসড স্মার্টফোনের শক্তি প্রদর্শন করছে- যেগুলো মসৃণ গেমপ্লে, রেসপন্সিভ টাচ, দীর্ঘ ব্যাটারি জীবন, এবং উন্নত কুলিং সুবিধা প্রদান করে। পাশাপাশি, এটি তরুণ ই-স্পোর্টস প্রতিভাদের স্বপ্নের বাস্তবায়নে সহায়ক হচ্ছে।
পিএমএনসি ২০২৫ এর চূড়ান্ত পর্বে এ১ ইস্পোর্টস জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা ‘পিএমএসএল সিএসএ স্প্রিং ২০২৫’ এ অংশগ্রহণের টিকেট নিশ্চিত করেছে।