বর্তমান সময়ে প্রযুক্তি আর ফ্যাশনের মেলবন্ধন ঘটছে প্রতিটি ক্ষেত্রে। তরুণ প্রজন্ম, বিশেষকরে জেন-জি, মোবাইল ব্যবহারের ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভারী ও জটিল ডিভাইস থেকে সরে এসে তারা চাইছে স্মার্ট, হালকা ও আকর্ষণীয় ফোন- যা শুধু হাতে মানানসই নয়, বরং তাদের জীবন যাপন, উদ্যম আর স্বপ্নের সঙ্গেও মিল রেখে চলে।
এই পরিবর্তনের এক দৃশ্যমান প্রমাণ হলো বাজারে পাতলা ও হালকা ফোনের ক্রমবর্ধমান চাহিদা। এই চাহিদা মেটাতে ইনফিনিক্স সম্প্রতি উন্মোচন করেছে হট ৬০ সিরিজ। বাজারে আসার পর থেকেই এই সিরিজ তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এর স্মার্ট, স্লিম ও হালকা লাইনআপের কারণে।
অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হট ৬০ সিরিজের নতুন সংযোজন হট ৬০ প্রো+। ৫.৯৫ মিমি পুরুত্বের এই ফোন বর্তমানে সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে রেকর্ড গড়েছে।
হট ৬০ সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা। এতে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেন্সিটিভ ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। এর এনএফসি টাচ ট্রান্সফার ফিচার দ্রুত ও সহজ কানেক্টিভিটি নিশ্চিত করছে।
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
বর্তমান সময়ে প্রযুক্তি আর ফ্যাশনের মেলবন্ধন ঘটছে প্রতিটি ক্ষেত্রে। তরুণ প্রজন্ম, বিশেষকরে জেন-জি, মোবাইল ব্যবহারের ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভারী ও জটিল ডিভাইস থেকে সরে এসে তারা চাইছে স্মার্ট, হালকা ও আকর্ষণীয় ফোন- যা শুধু হাতে মানানসই নয়, বরং তাদের জীবন যাপন, উদ্যম আর স্বপ্নের সঙ্গেও মিল রেখে চলে।
এই পরিবর্তনের এক দৃশ্যমান প্রমাণ হলো বাজারে পাতলা ও হালকা ফোনের ক্রমবর্ধমান চাহিদা। এই চাহিদা মেটাতে ইনফিনিক্স সম্প্রতি উন্মোচন করেছে হট ৬০ সিরিজ। বাজারে আসার পর থেকেই এই সিরিজ তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এর স্মার্ট, স্লিম ও হালকা লাইনআপের কারণে।
অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হট ৬০ সিরিজের নতুন সংযোজন হট ৬০ প্রো+। ৫.৯৫ মিমি পুরুত্বের এই ফোন বর্তমানে সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে রেকর্ড গড়েছে।
হট ৬০ সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা। এতে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেন্সিটিভ ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। এর এনএফসি টাচ ট্রান্সফার ফিচার দ্রুত ও সহজ কানেক্টিভিটি নিশ্চিত করছে।