রবি এলিট তার প্রিমিয়াম সদস্যদের জন্য স্যাভয় আইসক্রিমের সঙ্গে অংশীদারত্ব করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা স্যাভয় আইসক্রিমের নির্দিষ্টি বান্ডেলে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারি উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যাভয়ের এলিট স্কোপ ও মিল্কশেক পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীতে এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি এবং স্যাভয় আইসক্রিমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশন্স) মানিক লাল দাস প্রমুখ। স্যাভয় আইসক্রিমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. নাভিদ আলম, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশান শবুক্তগীন ও সৈয়দ সাইরাস তারান্নূর প্রমুখ।
রোববার, ২৪ আগস্ট ২০২৫
রবি এলিট তার প্রিমিয়াম সদস্যদের জন্য স্যাভয় আইসক্রিমের সঙ্গে অংশীদারত্ব করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা স্যাভয় আইসক্রিমের নির্দিষ্টি বান্ডেলে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারি উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যাভয়ের এলিট স্কোপ ও মিল্কশেক পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীতে এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি এবং স্যাভয় আইসক্রিমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশন্স) মানিক লাল দাস প্রমুখ। স্যাভয় আইসক্রিমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. নাভিদ আলম, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশান শবুক্তগীন ও সৈয়দ সাইরাস তারান্নূর প্রমুখ।