ভিভো’র ভি সিরিজে যুক্ত হচ্ছে ভিভো ও জাইসের যৌথ উদ্ভাবন জাইস সুপার টেলিফটো ক্যামেরা। যা দূর থেকেও ত্বকের স্বাভাবিক রঙ, সূক্ষ্ম ডিটেইল, উজ্জ্বল প্রতিকৃতিকে ধারণ করতে সক্ষম। উৎসব কিংবা বড় জনসমাগমে দূর থেকে স্পষ্ট অভিব্যক্তি তুলে ধরতে পারফেক্ট।
বিয়ের ব্যস্ত ভিড়ের মাঝেও বর-কনের স্পেশাল মুহূর্ত, আবেগঘন চোখের দৃষ্টি বা হাসি-কান্না সব সহজেই ধরে রাখা যাবে ভি৬০ দিয়ে। এর ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরায় ওয়েডিং টেলিফটো পোট্রেটে থাকবে ৮৫ মিমি এবং ১০০ মিমি ক্লোজ-আপ ফোকাল লেন্থ। জুম করা ছাড়াই দূরের ছবি তোলা যাবে নিখুঁতভাবে, যাতে ছবি ডিটেইলস থাকবে স্পষ্ট। থাকবে ওয়েডিং মাইক্রো মুভি মোড, যা দিয়ে বানানো যাবে ছোট ছোট সিনেমাটিক ভিডিও।
অন্যদিকে ভিভো ভি৬০-এর সাথে ভিভো নিয়ে এসেছে ‘ভিভো দ্য মোমেন্ট’ ক্যাম্পেইন। যেখানে ব্যবহারকারীরা তাদের স্পেশাল দিনের মুহূর্তগুলো শেয়ার করে জিতে নিতে পারবেন ভিভো ভি৬০ সহ বিভিন্ন উপহার। এছাড়াও, সবচেয়ে চমকপ্রদ মুহূর্তগুলো পাবে ভিভো ফটোগ্রাফী ক্রনিকল ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগ।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ভিভো’র ভি সিরিজে যুক্ত হচ্ছে ভিভো ও জাইসের যৌথ উদ্ভাবন জাইস সুপার টেলিফটো ক্যামেরা। যা দূর থেকেও ত্বকের স্বাভাবিক রঙ, সূক্ষ্ম ডিটেইল, উজ্জ্বল প্রতিকৃতিকে ধারণ করতে সক্ষম। উৎসব কিংবা বড় জনসমাগমে দূর থেকে স্পষ্ট অভিব্যক্তি তুলে ধরতে পারফেক্ট।
বিয়ের ব্যস্ত ভিড়ের মাঝেও বর-কনের স্পেশাল মুহূর্ত, আবেগঘন চোখের দৃষ্টি বা হাসি-কান্না সব সহজেই ধরে রাখা যাবে ভি৬০ দিয়ে। এর ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরায় ওয়েডিং টেলিফটো পোট্রেটে থাকবে ৮৫ মিমি এবং ১০০ মিমি ক্লোজ-আপ ফোকাল লেন্থ। জুম করা ছাড়াই দূরের ছবি তোলা যাবে নিখুঁতভাবে, যাতে ছবি ডিটেইলস থাকবে স্পষ্ট। থাকবে ওয়েডিং মাইক্রো মুভি মোড, যা দিয়ে বানানো যাবে ছোট ছোট সিনেমাটিক ভিডিও।
অন্যদিকে ভিভো ভি৬০-এর সাথে ভিভো নিয়ে এসেছে ‘ভিভো দ্য মোমেন্ট’ ক্যাম্পেইন। যেখানে ব্যবহারকারীরা তাদের স্পেশাল দিনের মুহূর্তগুলো শেয়ার করে জিতে নিতে পারবেন ভিভো ভি৬০ সহ বিভিন্ন উপহার। এছাড়াও, সবচেয়ে চমকপ্রদ মুহূর্তগুলো পাবে ভিভো ফটোগ্রাফী ক্রনিকল ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগ।