দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছিলো। তবে ওয়েবসাইটটির কোনো ক্ষতি না করলেও ওই হ্যাকার প্রথম আলোর হোমপেজের শুরুতেই একটি সতর্কবার্তা দিয়েছে। সেখানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) ত্রুটির কথা উল্লেখ করে তা সংশোধনে প্রথম আলোর কর্তৃপক্ষের সঙ্গে ‘যুক্ত প্রচেষ্টায়’ সংশোধনের আগ্রহের কথাও জানিয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে গেলে উপরের অংশে ওই সতর্কবার্তা দেখা যায়।
সতর্কবার্তায় লেখা ছিল, হ্যাকার কেবল নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এটি করেছেন, অসৎ উদ্দেশে নয়। অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।
নিজেকে প্রথম আলোর শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে ওই হ্যাকার তার বার্তায় বলেন, তিনি সাইটের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং তা সংশোধনে সহায়তা করতে আগ্রহী। এ সহায়তার জন্য তিনি যোগাযোগের একটি ই-মেইল ঠিকানাও বার্তার সঙ্গে দেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম সংবাদকে বলেন, ‘ওয়েবসাইটটি ৪০ মিনিট হ্যাকারদের দখলে ছিলো। তবে এটাকে আমি হ্যাকড বলব না। কারণ সেই সময়ে নিউজ তোলা এবং পড়া গেছে। আইটি টিম এ নিয়ে কাজ করে সমস্যাটির সমাধান করেছে।’
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছিলো। তবে ওয়েবসাইটটির কোনো ক্ষতি না করলেও ওই হ্যাকার প্রথম আলোর হোমপেজের শুরুতেই একটি সতর্কবার্তা দিয়েছে। সেখানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) ত্রুটির কথা উল্লেখ করে তা সংশোধনে প্রথম আলোর কর্তৃপক্ষের সঙ্গে ‘যুক্ত প্রচেষ্টায়’ সংশোধনের আগ্রহের কথাও জানিয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে গেলে উপরের অংশে ওই সতর্কবার্তা দেখা যায়।
সতর্কবার্তায় লেখা ছিল, হ্যাকার কেবল নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এটি করেছেন, অসৎ উদ্দেশে নয়। অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।
নিজেকে প্রথম আলোর শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে ওই হ্যাকার তার বার্তায় বলেন, তিনি সাইটের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং তা সংশোধনে সহায়তা করতে আগ্রহী। এ সহায়তার জন্য তিনি যোগাযোগের একটি ই-মেইল ঠিকানাও বার্তার সঙ্গে দেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম সংবাদকে বলেন, ‘ওয়েবসাইটটি ৪০ মিনিট হ্যাকারদের দখলে ছিলো। তবে এটাকে আমি হ্যাকড বলব না। কারণ সেই সময়ে নিউজ তোলা এবং পড়া গেছে। আইটি টিম এ নিয়ে কাজ করে সমস্যাটির সমাধান করেছে।’