ঢাকায় নারী সাংবাদিকদের জন্য তিন দিনের প্রযুক্তিগত জ্ঞান ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের লালমাটিয়া কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৪ জন নারী সাংবাদিক অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দেন দ্য এশিয়া ফাউন্ডেশনের ভিজিটিং মঙ্গোলিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, পেরি প্রোগ্রামের টিম লিড মীর জুনায়েদ জামাল, ডেপুটি টিম লিড ইকবাল মাহমুদ, রিফর্ম কো-অর্ডিনেটর মারিয়াম মাহজাবিন এবং কমিউনিকেশনস কো-অর্ডিনেটর ফারদিন রহমান।
কর্মসূচির পুরো আয়োজন সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান। বিভিন্ন সেশন পরিচালনা করেন মিডিয়া বিশেষজ্ঞ জিয়াউর রহমান ও ডিজিটাল বিশেষজ্ঞ রাইহান মাসুদ।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার মৌলিক বিষয়, নৈতিক চর্চা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন।
সমাপনী বক্তৃতায় সারা টেইলর বলেন, “আমরা স্বীকার করি যে, যদি নারী — যারা সমাজের অর্ধেক — যথাযথভাবে উপস্থাপিত না হন, শোনা না যায় বা সংবাদকক্ষ ও রিপোর্টিংয়ের অগ্রভাগে সমানভাবে ক্ষমতায়িত না হন, তবে গণমাধ্যম কখনোই সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হতে পারে না।”
নিউজ নেটওয়ার্কের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায়।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
ঢাকায় নারী সাংবাদিকদের জন্য তিন দিনের প্রযুক্তিগত জ্ঞান ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে।
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের লালমাটিয়া কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৪ জন নারী সাংবাদিক অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দেন দ্য এশিয়া ফাউন্ডেশনের ভিজিটিং মঙ্গোলিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, পেরি প্রোগ্রামের টিম লিড মীর জুনায়েদ জামাল, ডেপুটি টিম লিড ইকবাল মাহমুদ, রিফর্ম কো-অর্ডিনেটর মারিয়াম মাহজাবিন এবং কমিউনিকেশনস কো-অর্ডিনেটর ফারদিন রহমান।
কর্মসূচির পুরো আয়োজন সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান। বিভিন্ন সেশন পরিচালনা করেন মিডিয়া বিশেষজ্ঞ জিয়াউর রহমান ও ডিজিটাল বিশেষজ্ঞ রাইহান মাসুদ।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার মৌলিক বিষয়, নৈতিক চর্চা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন।
সমাপনী বক্তৃতায় সারা টেইলর বলেন, “আমরা স্বীকার করি যে, যদি নারী — যারা সমাজের অর্ধেক — যথাযথভাবে উপস্থাপিত না হন, শোনা না যায় বা সংবাদকক্ষ ও রিপোর্টিংয়ের অগ্রভাগে সমানভাবে ক্ষমতায়িত না হন, তবে গণমাধ্যম কখনোই সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হতে পারে না।”
নিউজ নেটওয়ার্কের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায়।