জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং ক্লাবের সেমিনার উপ-কমিটির আহবায়ক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোহবান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও বর্তমান সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এবং সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন।
সূচনা বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।
রোববার, ১৪ আগস্ট ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং ক্লাবের সেমিনার উপ-কমিটির আহবায়ক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোহবান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও বর্তমান সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এবং সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন।
সূচনা বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।