ফটো সাংবাদিক আবদুল ওয়াসে আনসারী আর নেই। তিনি মারা গেছেন। আজ সোমবার দুপুর ১টায় লালমাটিয়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ি ছিলেন।
আজ সোমবার বাদ মাগরিব জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য আবদুল ওয়াসে আনসারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
ফটো সাংবাদিক আবদুল ওয়াসে আনসারী আর নেই। তিনি মারা গেছেন। আজ সোমবার দুপুর ১টায় লালমাটিয়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ি ছিলেন।
আজ সোমবার বাদ মাগরিব জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য আবদুল ওয়াসে আনসারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।