নিউইয়র্ক থেকে প্রকাশিত অন্যতম ‘সাপ্তাহিক আজকাল’ শুক্রবার (১২ মে) থেকে নতুন সম্পাদনায় ও ব্যবস্থাপনায় প্রকাশিত হবে।
এ কথা জানাতে গত বুধবার দুুপুরে সাপ্তাহিক আজকালের নতুন কার্যালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পত্রিকাটির নতুন দায়িত্ব পাওয়া সিইও ও সম্পাদক শাহ নেওয়াজ জানান, শুক্রবার থেকে শাহ নেওয়াজ পাবলিকেশন্স ইন্ক থেকে আমার সম্পাদনায় নতুন আঙ্গিকে সাপ্তাহিক আজকাল প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই বরং আজকাল তার নিজস্ব স্বকীয়তায় কমিউনিটির পাঠকদের উৎকর্ষ সাধনে ও সেবায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন,প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ স্বীয় পদ ‘প্রধান সম্পাদক’ পদে বহাল থাকবেন এবং ব্যবস্থাপনা সম্পাদক থাকবেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ।
বিদায়ী সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আজকাল নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। নিউইয়র্কের গন্ডি পেরিয়ে,বিশ্ব বাঙালির কাছে আজকালের পরিচিতি পৌঁছে গিয়েছে।
তিনি বলেন,সম্প্রতি ‘আইবিটিভি’ নামে আইপি টিভি প্রতিষ্ঠা করায় দুটি মিডিয়া পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আজকাল নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া হয়েছে।
বর্ষীয়ান সাংবাদিক‘প্রধান সম্পাদক’ মনজুর আহমদ পত্রিকাটি একেবারে বন্ধ না করে নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জাকারিয়া মাসুদ জিকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে, নতুন ব্যবস্থাপনায় তার প্রকাশনা অব্যাহত থাকা যেকোন সাংবাদিকের জন্য খুশীর খবর। এ ক্ষেত্রে শাহ নেওয়াজকে পত্রিকাটি নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে জাকারিয়া মাসুদ জিকো অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। এই পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে বলতে পারি,আজকাল কোন ‘কাট এন্ড পেস্ট’ সাংবাদিকতা করে না। আজকাল-এ প্রকাশিত সকল সংবাদই সম্পাদনার মাধ্যমে নিজস্ব রিপোর্ট হিসেবেই প্রকাশিত হয়।
ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, সাপ্তাহিক ইত্তেফাক নামে একটি পত্রিকা প্রকাশ করার ইচ্ছা আমাদের ছিল। সেই উদ্যাগ চলছিলো। কিন্তু আজকাল-এর মালিকানা বদলের প্রস্তার পাওয়ায় আমরা এটি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে পত্রিকাটির পাঠক প্রিয়তা অর্জনের জন্য তিনি কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
১৬ বছরের সফল সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো আজকাল-এর মালিকানা কমিউনিটির পরিচিতি মুখ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-এর কাছে হস্তান্তর করেছেন।
শুক্রবার, ১২ মে ২০২৩
নিউইয়র্ক থেকে প্রকাশিত অন্যতম ‘সাপ্তাহিক আজকাল’ শুক্রবার (১২ মে) থেকে নতুন সম্পাদনায় ও ব্যবস্থাপনায় প্রকাশিত হবে।
এ কথা জানাতে গত বুধবার দুুপুরে সাপ্তাহিক আজকালের নতুন কার্যালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পত্রিকাটির নতুন দায়িত্ব পাওয়া সিইও ও সম্পাদক শাহ নেওয়াজ জানান, শুক্রবার থেকে শাহ নেওয়াজ পাবলিকেশন্স ইন্ক থেকে আমার সম্পাদনায় নতুন আঙ্গিকে সাপ্তাহিক আজকাল প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, আমরা কোন মিডিয়ার প্রতিপক্ষ নই বরং আজকাল তার নিজস্ব স্বকীয়তায় কমিউনিটির পাঠকদের উৎকর্ষ সাধনে ও সেবায় আরো গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন,প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ স্বীয় পদ ‘প্রধান সম্পাদক’ পদে বহাল থাকবেন এবং ব্যবস্থাপনা সম্পাদক থাকবেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ।
বিদায়ী সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আজকাল নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। নিউইয়র্কের গন্ডি পেরিয়ে,বিশ্ব বাঙালির কাছে আজকালের পরিচিতি পৌঁছে গিয়েছে।
তিনি বলেন,সম্প্রতি ‘আইবিটিভি’ নামে আইপি টিভি প্রতিষ্ঠা করায় দুটি মিডিয়া পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় আজকাল নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া হয়েছে।
বর্ষীয়ান সাংবাদিক‘প্রধান সম্পাদক’ মনজুর আহমদ পত্রিকাটি একেবারে বন্ধ না করে নতুন ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জাকারিয়া মাসুদ জিকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে, নতুন ব্যবস্থাপনায় তার প্রকাশনা অব্যাহত থাকা যেকোন সাংবাদিকের জন্য খুশীর খবর। এ ক্ষেত্রে শাহ নেওয়াজকে পত্রিকাটি নতুন ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে জাকারিয়া মাসুদ জিকো অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। এই পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে বলতে পারি,আজকাল কোন ‘কাট এন্ড পেস্ট’ সাংবাদিকতা করে না। আজকাল-এ প্রকাশিত সকল সংবাদই সম্পাদনার মাধ্যমে নিজস্ব রিপোর্ট হিসেবেই প্রকাশিত হয়।
ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, সাপ্তাহিক ইত্তেফাক নামে একটি পত্রিকা প্রকাশ করার ইচ্ছা আমাদের ছিল। সেই উদ্যাগ চলছিলো। কিন্তু আজকাল-এর মালিকানা বদলের প্রস্তার পাওয়ায় আমরা এটি প্রকাশনার উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে পত্রিকাটির পাঠক প্রিয়তা অর্জনের জন্য তিনি কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
১৬ বছরের সফল সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো আজকাল-এর মালিকানা কমিউনিটির পরিচিতি মুখ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-এর কাছে হস্তান্তর করেছেন।