অসাম্প্রদায়িক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ নিয়ে দৈনিক সংবাদ যাত্রা শুরু করেছিল। আজও সেই আদর্শ ধরে রেখেছে। এই আদর্শে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংবাদ পরিবারের সদস্যরা।
গতকাল বিকেলে পুরানা পল্টনে সংবাদ কার্যালয়ে সংবাদ প্রকাশনার ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে এক আনন্দঘন অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের নেতৃত্বে সংবাদ পরিবারের প্রবীণ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে সংবাদ পরিবারের নবীন ও প্রবীণ সদস্যদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। দেশের বাইরে অবস্থান করায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদের সম্পাদক আলতামাশ কবির ও সংবাদের উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, বার্তা সম্পাদক কাজী রফিক, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, সাহিত্য সম্পাদক ওবায়েদ আকাশ, স্পোর্টস ইনচার্জ কাশিনাথ বসাক, কমার্শিয়াল ম্যানেজার মাহবুব আলম, প্রধান সম্পাদনা সহকারী ও সংবাদ ইউনিট প্রধান খোরশেদ আলমসহ সংবাদের সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মীরা ।
দেশের ঐতিহ্যবাহী দৈনিক সংবাদ ১৯৫১ সালের ১৭ মে ব্যবসায়ী আলহাজ গিয়াসউদ্দিন আহমেদের মালিকানায় এবং খায়রুল কবিরের সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৫২ সালে পত্রিকাটি কিনে নেয় মুসলিম লীগ। ১৯৫৪ সালে মুসলিম লীগের ভরাডুবির পর ‘সংবাদ’ প্রকাশনায় অচলাবস্থা দেখা দেয়। তখন সংবাদ কিনে নেন সে সময়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমদুল কবির। তারই উদ্যোগে ১৯৫৪ সালে গঠিত হয় ‘দি সংবাদ লিমিটেড কোম্পানি’। এরপরই সংবাদ-এর প্রগতিশীল রূপান্তর ঘটে। ২০০৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘সংবাদ’-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
অসাম্প্রদায়িক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ নিয়ে দৈনিক সংবাদ যাত্রা শুরু করেছিল। আজও সেই আদর্শ ধরে রেখেছে। এই আদর্শে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংবাদ পরিবারের সদস্যরা।
গতকাল বিকেলে পুরানা পল্টনে সংবাদ কার্যালয়ে সংবাদ প্রকাশনার ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে এক আনন্দঘন অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের নেতৃত্বে সংবাদ পরিবারের প্রবীণ সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে সংবাদ পরিবারের নবীন ও প্রবীণ সদস্যদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। দেশের বাইরে অবস্থান করায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদের সম্পাদক আলতামাশ কবির ও সংবাদের উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, বার্তা সম্পাদক কাজী রফিক, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, সাহিত্য সম্পাদক ওবায়েদ আকাশ, স্পোর্টস ইনচার্জ কাশিনাথ বসাক, কমার্শিয়াল ম্যানেজার মাহবুব আলম, প্রধান সম্পাদনা সহকারী ও সংবাদ ইউনিট প্রধান খোরশেদ আলমসহ সংবাদের সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মীরা ।
দেশের ঐতিহ্যবাহী দৈনিক সংবাদ ১৯৫১ সালের ১৭ মে ব্যবসায়ী আলহাজ গিয়াসউদ্দিন আহমেদের মালিকানায় এবং খায়রুল কবিরের সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৫২ সালে পত্রিকাটি কিনে নেয় মুসলিম লীগ। ১৯৫৪ সালে মুসলিম লীগের ভরাডুবির পর ‘সংবাদ’ প্রকাশনায় অচলাবস্থা দেখা দেয়। তখন সংবাদ কিনে নেন সে সময়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমদুল কবির। তারই উদ্যোগে ১৯৫৪ সালে গঠিত হয় ‘দি সংবাদ লিমিটেড কোম্পানি’। এরপরই সংবাদ-এর প্রগতিশীল রূপান্তর ঘটে। ২০০৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘সংবাদ’-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।