তিন শতাধিক ওসি এবং এক শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে এসেছে। ওসিরা ছয় মাসের বেশি ও ওইউএনওরা এক বছর সময় ধরে একই কর্মস্থলে দায়িত্বরত আছেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, অনুমোদনের জন্য কমিশন সভায় উপস্থাপনের পর সিদ্ধান্ত জানানো হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে থেকে এসব প্রস্তাব পাঠানো হয়।ইতোমধ্যে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলি করা হয়েছে।
দেশে বর্তমানে থানা রয়েছে ৬৩৬টি। নির্বাচন কমিশনের নির্দেশনার পর এসব থানায় কে কতদিন ধরে দায়িত্ব পালন করছেন তার একটি তালিকা সব মহানগর এবং পুলিশের বিভিন্ন রেঞ্জের কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান, ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় আছেন এমন ওসির সংখ্যা প্রাথমিক হিসাবে ৩২৬ জনের মতো।
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
তিন শতাধিক ওসি এবং এক শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে এসেছে। ওসিরা ছয় মাসের বেশি ও ওইউএনওরা এক বছর সময় ধরে একই কর্মস্থলে দায়িত্বরত আছেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, অনুমোদনের জন্য কমিশন সভায় উপস্থাপনের পর সিদ্ধান্ত জানানো হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে থেকে এসব প্রস্তাব পাঠানো হয়।ইতোমধ্যে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলি করা হয়েছে।
দেশে বর্তমানে থানা রয়েছে ৬৩৬টি। নির্বাচন কমিশনের নির্দেশনার পর এসব থানায় কে কতদিন ধরে দায়িত্ব পালন করছেন তার একটি তালিকা সব মহানগর এবং পুলিশের বিভিন্ন রেঞ্জের কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান, ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় আছেন এমন ওসির সংখ্যা প্রাথমিক হিসাবে ৩২৬ জনের মতো।