ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনা পরবর্তী ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান জানিয়েছেন, তিনি নিজেও পরিস্থিতি পর্যালোচনা করছেন। মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন।
ইতোপূর্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়ন হয়নি তার কারণও জানতে চেয়েছেন তিনি।
বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব সচিব মো. মাহবুব হোসেন।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিতিশীলতা, ডলারের বিনিময়ে টাকার অবমূল্যায়ন, খাদ্যদ্রব্যসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির ঢেউ বাংলাদেশেও লেগেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডলার বাঁচাতে লোডশেডিং করতে হয়েছে। আবার ডলার সংকটে আমদানি পণ্যের এলসি খুলতেও জটিলতা হয়েছে।
এবার ইসরায়েলে ইরানের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি খাতে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের পরিবহন খাত ও বিদ্যুৎ উৎপাদন আমদানিকৃত জ্বালানির (ডিজেল) ওপর অনেকাংশে নির্ভরশীল।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মিডলইস্টে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেদিকে নজর রাখার জন্য সবগুলো মন্ত্রণালয়কে বলেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য রিয়্যাকশন কী হতে পারে সে বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন। সংঘাত দীর্ঘমেয়াদি হলে সেটা মোকাবিলা কীভাবে করা হবে সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।’
এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে; যার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর প্রতিশোধ হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলের ভূখ-ে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে, বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব।
এই ঘটনায় ইরাক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একদিনের জন্য বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ছিল। ইরান বলছে, ইসরায়েলে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টির রফাদফা হয়ে গেছে। তবে, ইরানের হামলার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরপর ইরান বলেছে, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেয়া হবে।
মধ্যপ্রাচের এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় কিনা, সেই আশঙ্কা অনেকের। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাসের যোগানদাতা অঞ্চল। বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদার একটা বিরাট অংশ আসে ওই অঞ্চল থেকে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। প্রধানমন্ত্রী নিজেও পর্যালোচনা করছেন। মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন। কী কী করতে হবে সেটা ঠিক করতে বলেছেন’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাবুব হোসেন বলেন, মন্ত্রীদের যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেয়া হয়, সেটি বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদের বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পুনর্বিবেচনার নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠক অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে, যা এখনও আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি আইন রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরও সংসদে উপস্থাপনের জন্য পাঠানো সম্ভব হয়নি- কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন বলেন, কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তাও জানাতে বলেছেন সরকারপ্রধান। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল করতে হলেও তা যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনা পরবর্তী ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান জানিয়েছেন, তিনি নিজেও পরিস্থিতি পর্যালোচনা করছেন। মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন।
ইতোপূর্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়ন হয়নি তার কারণও জানতে চেয়েছেন তিনি।
বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব সচিব মো. মাহবুব হোসেন।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিতিশীলতা, ডলারের বিনিময়ে টাকার অবমূল্যায়ন, খাদ্যদ্রব্যসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির ঢেউ বাংলাদেশেও লেগেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডলার বাঁচাতে লোডশেডিং করতে হয়েছে। আবার ডলার সংকটে আমদানি পণ্যের এলসি খুলতেও জটিলতা হয়েছে।
এবার ইসরায়েলে ইরানের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি খাতে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের পরিবহন খাত ও বিদ্যুৎ উৎপাদন আমদানিকৃত জ্বালানির (ডিজেল) ওপর অনেকাংশে নির্ভরশীল।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মিডলইস্টে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেদিকে নজর রাখার জন্য সবগুলো মন্ত্রণালয়কে বলেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য রিয়্যাকশন কী হতে পারে সে বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন। সংঘাত দীর্ঘমেয়াদি হলে সেটা মোকাবিলা কীভাবে করা হবে সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।’
এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে; যার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর প্রতিশোধ হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলের ভূখ-ে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে, বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব।
এই ঘটনায় ইরাক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একদিনের জন্য বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ছিল। ইরান বলছে, ইসরায়েলে হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টির রফাদফা হয়ে গেছে। তবে, ইরানের হামলার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরপর ইরান বলেছে, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেয়া হবে।
মধ্যপ্রাচের এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় কিনা, সেই আশঙ্কা অনেকের। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাসের যোগানদাতা অঞ্চল। বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদার একটা বিরাট অংশ আসে ওই অঞ্চল থেকে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। প্রধানমন্ত্রী নিজেও পর্যালোচনা করছেন। মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন। কী কী করতে হবে সেটা ঠিক করতে বলেছেন’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাবুব হোসেন বলেন, মন্ত্রীদের যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেয়া হয়, সেটি বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদের বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দীর্ঘদিন ধরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো পুনর্বিবেচনার নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠক অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে, যা এখনও আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি আইন রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরও সংসদে উপস্থাপনের জন্য পাঠানো সম্ভব হয়নি- কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন বলেন, কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তাও জানাতে বলেছেন সরকারপ্রধান। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল করতে হলেও তা যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।