ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করার জন্য অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগে গাজীপর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৮ নেতাকর্মীকে সনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে পুলিশ। মামলায় পাঁচটি বাশেঁর লাঠি ও দুইটি ইটের টুকরা জব্দ করে বিশেষ ক্ষমতা আইনে আটক ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে এই তথ্য জানায়।
মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামী হলেন, ৪৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।
মামলায় পলাতক সনাক্তকৃত ১১ আসামী হলেন, গাজীপর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু (৪২), মহানগর যুবদলের আহবায়ক সাজিদুল ইসলাম সাজু (৪০), মহানগর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মিরন (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন (৩৪) ও যুগ্ম আহবায়ক জালাল (৩০), টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (৪৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক (৩৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল (৩৪), টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহম্মেদ (৩৫), টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদুয়ানোর রহমান প্রত্যয় (২৭) ও ফয়সাল আহম্মেদ (৩৬)। মামলায় ১৯ নম্বরে অজ্ঞাতনামা ২৩০/২৫০ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আসামীরা দেশীয় অস্ত্র, বাশেঁর লাঠি ও ইটের টুকরা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাশেঁর লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে ৭ জনকে আটক করে। পরে আটক ৭ জনসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৮ নেতাকর্মীকে সনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান সংবাদকে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বুধবার, ১৭ জুলাই ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করার জন্য অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার অভিযোগে গাজীপর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৮ নেতাকর্মীকে সনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে পুলিশ। মামলায় পাঁচটি বাশেঁর লাঠি ও দুইটি ইটের টুকরা জব্দ করে বিশেষ ক্ষমতা আইনে আটক ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে এই তথ্য জানায়।
মামলায় গ্রেপ্তারকৃত ৭ আসামী হলেন, ৪৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন (৩৬), রাব্বি চৌধুরী (২১), আবু তাহের (২৭), মাহাবুব আলম (৩১), সোহেল (৩৬), হারুনুর রশিদ মিঠুন (২৮) ও রবি হোসেন (৩০)।
মামলায় পলাতক সনাক্তকৃত ১১ আসামী হলেন, গাজীপর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু (৪২), মহানগর যুবদলের আহবায়ক সাজিদুল ইসলাম সাজু (৪০), মহানগর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মিরন (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন (৩৪) ও যুগ্ম আহবায়ক জালাল (৩০), টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (৪৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক (৩৮), টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল (৩৪), টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহম্মেদ (৩৫), টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক রেদুয়ানোর রহমান প্রত্যয় (২৭) ও ফয়সাল আহম্মেদ (৩৬)। মামলায় ১৯ নম্বরে অজ্ঞাতনামা ২৩০/২৫০ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আসামীরা দেশীয় অস্ত্র, বাশেঁর লাঠি ও ইটের টুকরা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-ঢাকা ফ্লাইওভারের কার্যক্ষমতা নষ্ট করতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য টঙ্গীর দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ পাঁচটি বাশেঁর লাঠি ও দুইটি ইটের টুকরাসহ তাৎক্ষনিকভাবে ৭ জনকে আটক করে। পরে আটক ৭ জনসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৮ নেতাকর্মীকে সনাক্ত ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান সংবাদকে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।