alt

জাতীয়

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ১

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ০৪ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে শনিবারও (৩ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গাজীপুরে ১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন স্থানে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যাক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি গাজীপুর শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মো. কাজল মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই গ্রামের মক্কা-মদিনা স্পিনিং কারখানার সামনে লেপতোশক তৈরির কাজ করতেন বলে জানা গেছে।

এদিন বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বগুড়া, কুমিল্লা, নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাজীপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। অনেক জায়গায় পুলিশে ব্যারিগেট ভেঙে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

তবে ঢাকায় আন্দোলনকারীদের বড় জমায়েত ঘটে কেন্দ্রীয় শহীদ মিনারে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে জমায়েত হলেও বাধা বা সংঘর্ষ হয়নি। তবে শিক্ষার্থীরা অবস্থান নিলে যানচলাচল বন্ধ হলে যাত্রী ভোগান্তি হয়।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর রাজধানীর যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর-১০ ও উত্তরায় আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারেও দুপুর থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এতে সঙ্গে যোগ দেন নানা শ্রেণী-পেশার মানুষও। দুপুর আড়াইটার দিকে সরেজমিনে দেখা গেছে, টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ ও পলাশীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে হাজারো জনতা।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে উপস্থিত জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘একদফা’ ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একদফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। একদফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’

এ সময় একদফা দাবিতে আজ রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ ঘোষণাও করেন তিনি।

শহীদ মিনারে ঘণ্টাখানেক বিক্ষোভের পর সাড়ে ছয়টার দিকে ওই এলাকা ছেড়ে দেন আন্দোলনকারীরা। একটি অংশ শহীদ মিনার থেকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকেন। পরে শাহবাগ মোড়ের সড়কে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারী। তারা রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে বিক্ষোভ করছিলেন।

২০১৮ সালের পর গত ১ জুলাই থেকে আবার শুরু হয় কোটা আন্দোলন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শুরুতে ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্যে সীমিত থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় গত ১৪ জুলাই। ওইদিন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এক প্রশ্নে বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’

পরে ওইদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেমে মিছিল বের হয় ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার’। পরে অবশ্য স্লোগান পাল্টে বলা হয়, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’।

সেই রাতেই ছাত্রলীগ মিছিল বের করে, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।’ তবে পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঔদ্ধত্ব্যের জবাব দেবে ছাত্রলীগ।’ পরে সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে।

পরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হলে কোটা আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এর প্রতিবাদে পরদিন ১৬ জুলাই সারাদেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক আসে।

ওইদিন সংঘর্ষে চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রদল নেতাসহ তিন জন, ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী ও এক হকার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েগুলিতে এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরের দিন ডাক আসে ‘কমপ্লিট শাটডাউনের’।

পরে ওই কর্মসূচিকে ঘিরে ঢাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলাও হতে থাকে। পরের চার তিন দিন ধরে চলে সংঘর্ষ। পরে কারফিউ জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে একটি রায়ে মেধা কোটা ৯৩ শতাংশ করে আপিল বিভাগ।

কিন্তু আন্দোলন চলাকালে হত্যার বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসতে থাকে। সবশেষ ২ আগস্ট শুক্রবার ৯ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কিন্তু শনিবার সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনে তাদের দাবি ‘একদফায়’ নিয়ে আসে।

গাজীপুরে সংঘর্ষে নিহত ১
গাজীপুর প্রতিনিধি জানান, জেলার শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এরমধ্যে চন্নাপাড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশের ওপর ইটপাকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক দফা এই ধাওয়া চলে।

এছাড়া পুলিশের এপিসি গাড়ির ওপর হামলা করে ভাঙচুর ও সার্কিট হাউসসহ পুলিশ প্লাজায় (মার্কেট) ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এছাড়া বঙ্গবন্ধুর মুর‌্যাল হাতুড়ি দিয়ে ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় তারা। ভাঙচুরের কর্মকা- চলে সন্ধ্যার আগ পর্যন্ত।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে কয়েকটি স্থান থেকে মিছিল শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এসে সমেবেত হয়। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিতে থাকে এবং সাতমাথা ঘিরে অবস্থান নেয়। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের কাছে থেকে দূরে সরে গিয়ে পুলিশ প্লাজার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জিলা স্কুল রোড পার হয়ে পুলিশ প্লাজার দিকে অগ্রসর হয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দাঙ্গা দমনে ব্যবহৃত পুলিশের এপিসি গাড়ি ভাঙচুর হয়। পুলিশ সদস্যরা জিলা স্কুলের ভিতরে সরে গেলে সেখানে পুলিশ ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর
চট্টগ্রাম ব্যুরো জানান, বিকেল ৩টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আধাঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সমাগম ঘটে। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। নিউমার্কেট মোড়ে বিক্ষোভস্থল থেকে ফুটপাতে পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, ‘মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।’

কুমিল্লায় বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

জেলা বার্তা পরিবেশক (কুমিল্লা) জানান, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শনিবার দিনভর নগরীর কয়েকটি স্থানে বৈষম্যবিরোধী, সরকার দলের সমর্থিত নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। কুমিল্লা নগরীর কান্দিরপাড়, সার্কিট হাউজ মোড় ও পুলিশ লাইন্স সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ (ছররা গুলি) বিভিন্ন পক্ষের অন্ততপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় পুলিশ লাইন্স এলাকায় একজন সাংবাদিকের ক্যামেরা ভাঙচুরের চেষ্টাসহ কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।

এদিকে জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন এলাকায় দুপুর পৌঁনে একটার দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) একটি সরকারি গাড়ি আন্দোলনকারীরা প্রথমে ভাঙচুর করে ও পরে আগুনে পুড়িয়ে দেয়। এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ির চালক। এসময় মহাসড়কের উভয় দিকে অন্তত ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

নওগাঁয় ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ১৩
জেলা বার্তা পরিবেশক (নওগাঁ) জানান, বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শহরের কাজির মোড় এলাকায় দুপুর ১২টার দিকে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বৃষ্টি উপেক্ষা করে শহরের মুক্তির দিকে এগোতে থাকে। মিছিলটি মুক্তির মোড় হয়ে সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে পৌঁছালে পার্টি অফিসে অবস্থানরত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এরপর শিক্ষার্থীরাও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে পুলিশ সেখানে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লায়লা আক্তার বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে দুপুর ২টা পর্যন্ত ১৩ জন রোগী হাসপাতালে আসেন। এদের সবাই মাথায় ইটের আঘাত লেগে আহত হয়েছেন। এদের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

না’গঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, পাঁচ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালীন শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিন সকাল ১১টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের দুই নম্বর গেট প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় বিজয় স্তম্ভে অবস্থান নেয়। এ সময় চাষাঢ়া চত্বরের সড়কগুলোর প্রবেশমুখে বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে শহর অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

নরসিংদী জেলখানা মোড়ে অবস্থান
জেলা বার্তা পরিবেশক (নরসিংদী) জানান, শনিবার বিকেল তিনটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন নরসিংদীর ছাত্র-নাগরিক আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিল।

সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। তবে পুলিশ ছিল আন্দোলনকারীদের থেকে নিরাপদ দূরত্বে। অন্যদিকে, নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফরমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

রাণীশংকৈলে বিক্ষোভ ও সড়ক অবরোধ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, এদিন দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পৌর শহরের শিবদিঘি মডেল মসজিদের সামনে গিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এরপর মিছিলটি রাণীশংকৈল বন্দর শান্তা ডেকেরেটর পর্যন্ত এসে আবার শিবদিঘি তিন রাস্তার মৌড়ে গিয়ে সমবেত হয়।

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বি?ক্ষোভ

জেলা বার্তা পরিবেশক (কুষ্টিয়া) জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। ৩ ঘণ্টা ব্যাপী চলা বি?ক্ষোভ মি?ছি?লে কু?ষ্টিয়া-?ঝিনাইদহ মহাসড়?কের চৌড়হাস থে?কে মজমপুর গেট পর্যন্ত অবরোধ করে রাখেন তারা।

জামালপুরে ব্যারিকেট ভেঙে বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ
জামালপুর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে সদরের জামালপুর উচ্চ বিদ্যালয় এলাকায় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ধাপেরহাটে বিক্ষোভ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানান, সারাদেশে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সাদুল্লাপুরের ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ধাপেরহাট মহসড়কে এই মিছিল প্রদক্ষিণ করে।

কক্সবাজারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচী
কক্সবাজার প্রতিনিধি জানান, বিকেল ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকে কক্সবাজার শহরের কালুরদোকান, হলিডে মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন কক্সবাজার শহরের বাসটার্মিনালে দীর্ঘ ২ ঘণ্টা কর্মসূচী পালন করেন পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিংক রোডে যান। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক এবং সাধারণ মানুষজনও।

গোয়ালন্দে মহাসড়কে বিক্ষোভ মিছিল
গেয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্বতা প্রকাশ ও দেশে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার, হত?্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে গণ মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে সমবেত হন উপজেলার থেকে আসা বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা। এ সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবির প্ল্যাকার্ড হাতে গণ মিছিল বের করে।

সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বেলা ১১টা ২০ মিনিটে শহরের খুলনা রোড মোড় থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে ফিরে এসে সেখানেই অবস্থান গ্রহণ করে। তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ের স্লোগান দেয়। এ সময় তারা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবে না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহযোগিতা করেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় যেয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়।

লাখাইয়ে সড়ক অবরোধ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জেরব লাখাই উপজেলার অ্যাডভোকেট মো. আবু জাহির মডেল কলেজ এর শিক্ষার্থীরা লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বেলা ১১ টা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার বুল্লা বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় দু’ঘণ্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালে হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ দুপুর ২ টার দিকে শেষ হয়।

চাঁদপুরে বিক্ষোভ মিছিল
চাঁদপুর প্রতিনিধি জানান, সকালে চাঁদপুর শহর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েকশত শিক্ষার্থী শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আবদুল করিম পাটওয়ারী সড়ক হয়ে পুন:রায় একই স্থানে এসে শেষ করে।

সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

দুদকের দপ্তরে এফবিআই প্রতিনিধিদল, সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা

ছবি

বাঁশখালী ইকোপার্ক যেন এক ভুতুড়ে রাজ্য

ছবি

রংপুরে আবু সাইদ হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

আড়িয়াল বিল আমাদের জাতীয় সম্পদ এখানে ড্রেজার আসতে পারবে না- রিজওয়ানা হাসান

ছবি

মায়ের সঙ্গে বাবার মরদেহ নিতে মর্গে নবজাতক

দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে ভিসি নিজেই এখন লাপাত্তা

ছবি

বিএসএফের গুলিতে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু, কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার

ছবি

রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ বিতর্কে মন্তব্য করতে অনীহা পররাষ্ট্র উপদেষ্টার

ছবি

প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি

প্রতি বছর ২০ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সম্ভাবনা

সীমান্তে হত্যা দুই দেশের ভালো সম্পর্কের পথে ‘অন্তরায়’: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

এমএএন ছিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ

ছবি

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক জামিল আহমেদ

ছবি

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, থাকবে পাট ও কাপড়ের ব্যাগ: পরিবেশ উপদেষ্টা

ছবি

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ছবি

ছাত্র আন্দোলনে ৬৩১ জন নিহত, আহত ১৯ হাজারের বেশি: স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি

কেবল কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৬ জন চিহ্নিত

ছবি

২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, অবিলম্বে কার্যকর

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

ছবি

সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি

স্বপ্ন পূরণের আগে দমে যেও না : ইউনূস

ছবি

রাজনৈতিক প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটির’ আত্মপ্রকাশ

ছবি

নারায়ণগঞ্জে ত্বকীহত্যার সাড়ে ১১বছর উপলক্ষ্যে আলোক প্রজ্বালন

ছবি

উইন্ডশিল্ডে ফাটল, ওমান থেকে দুবাইয়ে ফেরত গেল বাংলাদেশের বিমান

ছবি

স্বপ্নপূরণের আগে দমে যেয়ো না : প্রধান উপদেষ্টা

ছবি

অসুস্থতার কারণে রিমান্ড শেষের আগেই কারাগারে শাজাহান খান

ছবি

জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত : জামায়াত সেক্রেটারি

ছবি

ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না : ড. ইউনূস

ছবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: প্রধান কৌঁসুলি

ছবি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা বাড়বে

ছবি

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. জসীম উদ্দিন

ছবি

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : তাজুল ইসলাম

ছবি

ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের সম্ভাবনা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

আবারও টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা

tab

জাতীয়

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ১

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ০৪ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে শনিবারও (৩ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গাজীপুরে ১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন স্থানে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যাক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি গাজীপুর শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মো. কাজল মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই গ্রামের মক্কা-মদিনা স্পিনিং কারখানার সামনে লেপতোশক তৈরির কাজ করতেন বলে জানা গেছে।

এদিন বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বগুড়া, কুমিল্লা, নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাজীপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। অনেক জায়গায় পুলিশে ব্যারিগেট ভেঙে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

তবে ঢাকায় আন্দোলনকারীদের বড় জমায়েত ঘটে কেন্দ্রীয় শহীদ মিনারে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে জমায়েত হলেও বাধা বা সংঘর্ষ হয়নি। তবে শিক্ষার্থীরা অবস্থান নিলে যানচলাচল বন্ধ হলে যাত্রী ভোগান্তি হয়।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর রাজধানীর যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর-১০ ও উত্তরায় আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারেও দুপুর থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এতে সঙ্গে যোগ দেন নানা শ্রেণী-পেশার মানুষও। দুপুর আড়াইটার দিকে সরেজমিনে দেখা গেছে, টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ ও পলাশীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে হাজারো জনতা।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে উপস্থিত জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘একদফা’ ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একদফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। একদফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’

এ সময় একদফা দাবিতে আজ রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ ঘোষণাও করেন তিনি।

শহীদ মিনারে ঘণ্টাখানেক বিক্ষোভের পর সাড়ে ছয়টার দিকে ওই এলাকা ছেড়ে দেন আন্দোলনকারীরা। একটি অংশ শহীদ মিনার থেকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকেন। পরে শাহবাগ মোড়ের সড়কে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারী। তারা রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে বিক্ষোভ করছিলেন।

২০১৮ সালের পর গত ১ জুলাই থেকে আবার শুরু হয় কোটা আন্দোলন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শুরুতে ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্যে সীমিত থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় গত ১৪ জুলাই। ওইদিন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এক প্রশ্নে বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’

পরে ওইদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেমে মিছিল বের হয় ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার’। পরে অবশ্য স্লোগান পাল্টে বলা হয়, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’।

সেই রাতেই ছাত্রলীগ মিছিল বের করে, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।’ তবে পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঔদ্ধত্ব্যের জবাব দেবে ছাত্রলীগ।’ পরে সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে।

পরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হলে কোটা আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এর প্রতিবাদে পরদিন ১৬ জুলাই সারাদেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক আসে।

ওইদিন সংঘর্ষে চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রদল নেতাসহ তিন জন, ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী ও এক হকার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েগুলিতে এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরের দিন ডাক আসে ‘কমপ্লিট শাটডাউনের’।

পরে ওই কর্মসূচিকে ঘিরে ঢাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলাও হতে থাকে। পরের চার তিন দিন ধরে চলে সংঘর্ষ। পরে কারফিউ জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে একটি রায়ে মেধা কোটা ৯৩ শতাংশ করে আপিল বিভাগ।

কিন্তু আন্দোলন চলাকালে হত্যার বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসতে থাকে। সবশেষ ২ আগস্ট শুক্রবার ৯ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কিন্তু শনিবার সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনে তাদের দাবি ‘একদফায়’ নিয়ে আসে।

গাজীপুরে সংঘর্ষে নিহত ১
গাজীপুর প্রতিনিধি জানান, জেলার শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এরমধ্যে চন্নাপাড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশের ওপর ইটপাকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েক দফা এই ধাওয়া চলে।

এছাড়া পুলিশের এপিসি গাড়ির ওপর হামলা করে ভাঙচুর ও সার্কিট হাউসসহ পুলিশ প্লাজায় (মার্কেট) ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এছাড়া বঙ্গবন্ধুর মুর‌্যাল হাতুড়ি দিয়ে ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় তারা। ভাঙচুরের কর্মকা- চলে সন্ধ্যার আগ পর্যন্ত।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে কয়েকটি স্থান থেকে মিছিল শহরের কেন্দ্রস্থল সাতমাথায় এসে সমেবেত হয়। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিতে থাকে এবং সাতমাথা ঘিরে অবস্থান নেয়। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের কাছে থেকে দূরে সরে গিয়ে পুলিশ প্লাজার সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জিলা স্কুল রোড পার হয়ে পুলিশ প্লাজার দিকে অগ্রসর হয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দাঙ্গা দমনে ব্যবহৃত পুলিশের এপিসি গাড়ি ভাঙচুর হয়। পুলিশ সদস্যরা জিলা স্কুলের ভিতরে সরে গেলে সেখানে পুলিশ ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর
চট্টগ্রাম ব্যুরো জানান, বিকেল ৩টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আধাঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সমাগম ঘটে। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। নিউমার্কেট মোড়ে বিক্ষোভস্থল থেকে ফুটপাতে পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, ‘মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।’

কুমিল্লায় বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

জেলা বার্তা পরিবেশক (কুমিল্লা) জানান, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শনিবার দিনভর নগরীর কয়েকটি স্থানে বৈষম্যবিরোধী, সরকার দলের সমর্থিত নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। কুমিল্লা নগরীর কান্দিরপাড়, সার্কিট হাউজ মোড় ও পুলিশ লাইন্স সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে ৭ জন গুলিবিদ্ধসহ (ছররা গুলি) বিভিন্ন পক্ষের অন্ততপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় পুলিশ লাইন্স এলাকায় একজন সাংবাদিকের ক্যামেরা ভাঙচুরের চেষ্টাসহ কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।

এদিকে জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন এলাকায় দুপুর পৌঁনে একটার দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) একটি সরকারি গাড়ি আন্দোলনকারীরা প্রথমে ভাঙচুর করে ও পরে আগুনে পুড়িয়ে দেয়। এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ির চালক। এসময় মহাসড়কের উভয় দিকে অন্তত ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

নওগাঁয় ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ১৩
জেলা বার্তা পরিবেশক (নওগাঁ) জানান, বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শহরের কাজির মোড় এলাকায় দুপুর ১২টার দিকে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বৃষ্টি উপেক্ষা করে শহরের মুক্তির দিকে এগোতে থাকে। মিছিলটি মুক্তির মোড় হয়ে সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে পৌঁছালে পার্টি অফিসে অবস্থানরত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এরপর শিক্ষার্থীরাও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে পুলিশ সেখানে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লায়লা আক্তার বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে দুপুর ২টা পর্যন্ত ১৩ জন রোগী হাসপাতালে আসেন। এদের সবাই মাথায় ইটের আঘাত লেগে আহত হয়েছেন। এদের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

না’গঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, পাঁচ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালীন শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিন সকাল ১১টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের দুই নম্বর গেট প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় বিজয় স্তম্ভে অবস্থান নেয়। এ সময় চাষাঢ়া চত্বরের সড়কগুলোর প্রবেশমুখে বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে শহর অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

নরসিংদী জেলখানা মোড়ে অবস্থান
জেলা বার্তা পরিবেশক (নরসিংদী) জানান, শনিবার বিকেল তিনটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন নরসিংদীর ছাত্র-নাগরিক আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিল।

সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। তবে পুলিশ ছিল আন্দোলনকারীদের থেকে নিরাপদ দূরত্বে। অন্যদিকে, নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফরমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

রাণীশংকৈলে বিক্ষোভ ও সড়ক অবরোধ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, এদিন দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পৌর শহরের শিবদিঘি মডেল মসজিদের সামনে গিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এরপর মিছিলটি রাণীশংকৈল বন্দর শান্তা ডেকেরেটর পর্যন্ত এসে আবার শিবদিঘি তিন রাস্তার মৌড়ে গিয়ে সমবেত হয়।

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বি?ক্ষোভ

জেলা বার্তা পরিবেশক (কুষ্টিয়া) জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। ৩ ঘণ্টা ব্যাপী চলা বি?ক্ষোভ মি?ছি?লে কু?ষ্টিয়া-?ঝিনাইদহ মহাসড়?কের চৌড়হাস থে?কে মজমপুর গেট পর্যন্ত অবরোধ করে রাখেন তারা।

জামালপুরে ব্যারিকেট ভেঙে বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ
জামালপুর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে সদরের জামালপুর উচ্চ বিদ্যালয় এলাকায় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ধাপেরহাটে বিক্ষোভ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানান, সারাদেশে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সাদুল্লাপুরের ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ধাপেরহাট মহসড়কে এই মিছিল প্রদক্ষিণ করে।

কক্সবাজারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচী
কক্সবাজার প্রতিনিধি জানান, বিকেল ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকে কক্সবাজার শহরের কালুরদোকান, হলিডে মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন কক্সবাজার শহরের বাসটার্মিনালে দীর্ঘ ২ ঘণ্টা কর্মসূচী পালন করেন পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিংক রোডে যান। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক এবং সাধারণ মানুষজনও।

গোয়ালন্দে মহাসড়কে বিক্ষোভ মিছিল
গেয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্বতা প্রকাশ ও দেশে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার, হত?্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ে গণ মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে সমবেত হন উপজেলার থেকে আসা বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা। এ সময় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবির প্ল্যাকার্ড হাতে গণ মিছিল বের করে।

সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বেলা ১১টা ২০ মিনিটে শহরের খুলনা রোড মোড় থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে ফিরে এসে সেখানেই অবস্থান গ্রহণ করে। তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ের স্লোগান দেয়। এ সময় তারা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবে না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহযোগিতা করেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় যেয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়।

লাখাইয়ে সড়ক অবরোধ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জেরব লাখাই উপজেলার অ্যাডভোকেট মো. আবু জাহির মডেল কলেজ এর শিক্ষার্থীরা লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বেলা ১১ টা থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার বুল্লা বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় দু’ঘণ্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালে হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়কের বুল্লাবাজার অংশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ দুপুর ২ টার দিকে শেষ হয়।

চাঁদপুরে বিক্ষোভ মিছিল
চাঁদপুর প্রতিনিধি জানান, সকালে চাঁদপুর শহর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েকশত শিক্ষার্থী শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আবদুল করিম পাটওয়ারী সড়ক হয়ে পুন:রায় একই স্থানে এসে শেষ করে।

back to top