আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, পুলিশ সদস্যদের আহত, গাড়ি পোড়ানো ও নাশকতার অপরাধে খুলনার তিন থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।
পৃথক মামলায় অজ্ঞাতনামা অন্তত ৭ হাজার জনকে অসামি করা হয়েছে। লবণচরা থানায় শুক্রবার রাতে ও হরিণটানা ও সদর থানায় শনিবার পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট থানা এ খবর জানিয়েছে।
লবণচরা থানার (ওসি) মমতাজুল হক জানান, পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলা হয়েছে। ২ আগস্ট শুক্রবার রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
হরিটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের আহত ও নাশকতার অপরাধে হরিনটানা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে শনিবার (৩ আগস্ট) মামলাটি দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা পাঁচহাজার জনকে আসামি করা হয়েছে।
এছাড়া পুলিশের গাড়ি পুড়ানোর অপরাধে পুলিশ বাদী হয়ে খুলনা থানার মামলায় আরো একটি দায়ের হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের গল্লামারী ও জিরোপয়েন্ট এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী (৩০)।
রোববার, ০৪ আগস্ট ২০২৪
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা, পুলিশ সদস্যদের আহত, গাড়ি পোড়ানো ও নাশকতার অপরাধে খুলনার তিন থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।
পৃথক মামলায় অজ্ঞাতনামা অন্তত ৭ হাজার জনকে অসামি করা হয়েছে। লবণচরা থানায় শুক্রবার রাতে ও হরিণটানা ও সদর থানায় শনিবার পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট থানা এ খবর জানিয়েছে।
লবণচরা থানার (ওসি) মমতাজুল হক জানান, পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যা ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলা হয়েছে। ২ আগস্ট শুক্রবার রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
হরিটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের আহত ও নাশকতার অপরাধে হরিনটানা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে শনিবার (৩ আগস্ট) মামলাটি দায়ের করে। এ মামলায় অজ্ঞাতনামা পাঁচহাজার জনকে আসামি করা হয়েছে।
এছাড়া পুলিশের গাড়ি পুড়ানোর অপরাধে পুলিশ বাদী হয়ে খুলনা থানার মামলায় আরো একটি দায়ের হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের গল্লামারী ও জিরোপয়েন্ট এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী (৩০)।