শিক্ষার্থী-জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত ও ‘গণহত্যার’ অভিযোগ ওঠা আওয়ামী লীগ ও তার জোটের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফিরে আসা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক জোটের বিচার হবে কি না, তা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বিচার কীভাবে হবে, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকলেও, মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। দ্রুত একটি সুস্পষ্ট রূপরেখা সবার সামনে উপস্থাপন করা হবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে কি না, সেটা জনগণই ঠিক করবে।"
গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে আসিফ মাহমুদ জানান, ৫ অগাস্ট সরকার পতনের দিনটি ছাত্র-জনতার গণআন্দোলনের বিজয়ের স্মারক হিসেবে উদযাপন করা হবে। গণভবনকে ফ্যাসিবাদী শাসনের নিদর্শন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একটি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থী-জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত ও ‘গণহত্যার’ অভিযোগ ওঠা আওয়ামী লীগ ও তার জোটের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফিরে আসা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক জোটের বিচার হবে কি না, তা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বিচার কীভাবে হবে, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকলেও, মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "আইন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। দ্রুত একটি সুস্পষ্ট রূপরেখা সবার সামনে উপস্থাপন করা হবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে কি না, সেটা জনগণই ঠিক করবে।"
গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে আসিফ মাহমুদ জানান, ৫ অগাস্ট সরকার পতনের দিনটি ছাত্র-জনতার গণআন্দোলনের বিজয়ের স্মারক হিসেবে উদযাপন করা হবে। গণভবনকে ফ্যাসিবাদী শাসনের নিদর্শন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একটি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।