চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে নয়াদিল্লি সন্তুষ্ট নয়, যা এই বৈঠক হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
ঢাকার পক্ষ থেকে এই বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, কারণ মোদি ও ইউনূস উভয়েই জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকবেন। তবে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। ড. ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে নয়াদিল্লির অসন্তোষ প্রকাশ পায়।
ড. ইউনূস সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা ভারতের জন্য বা বাংলাদেশের জন্য ইতিবাচক নয়। তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে নয়াদিল্লি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
শেখ হাসিনা, যিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁকে ফেরত আনার দাবি জোরালো হচ্ছে।
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে নয়াদিল্লি সন্তুষ্ট নয়, যা এই বৈঠক হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
ঢাকার পক্ষ থেকে এই বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, কারণ মোদি ও ইউনূস উভয়েই জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকবেন। তবে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি। ড. ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে নয়াদিল্লির অসন্তোষ প্রকাশ পায়।
ড. ইউনূস সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা ভারতের জন্য বা বাংলাদেশের জন্য ইতিবাচক নয়। তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে নয়াদিল্লি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
শেখ হাসিনা, যিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁকে ফেরত আনার দাবি জোরালো হচ্ছে।