সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।’
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি সীমান্তরক্ষী বাহিনীর নিশ্চয়তার পাওয়ার জন্য অপেক্ষা করছি। পেলে অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব।
বাংলাদেশে নতুন সরকারের এই সময়ে চার দিনের ব্যবধানে সীমান্তে দুটি হত্যার ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন সোনালী সম্পর্ক চলছে, তখনও ঠিক এই ঘটনা ঘটেছে।কাজেই, এটার কোনো পরিবর্তন হয় নাই। আমি তো মনে করি, সেটার এক ধরনের ধারাবাহিকতা চলছে।
এসব গুলিকে উসকানিমূলক মনে হয় কি-না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমি তো এটা বললাম, যখন সোনালী সম্পর্ক আমাদের ছিল, তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদা কিছু দেখার সুযোগ নাই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য।
সবশেষ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এসময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহসহ আরেকজন আহত হন।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।’
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি সীমান্তরক্ষী বাহিনীর নিশ্চয়তার পাওয়ার জন্য অপেক্ষা করছি। পেলে অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব।
বাংলাদেশে নতুন সরকারের এই সময়ে চার দিনের ব্যবধানে সীমান্তে দুটি হত্যার ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন সোনালী সম্পর্ক চলছে, তখনও ঠিক এই ঘটনা ঘটেছে।কাজেই, এটার কোনো পরিবর্তন হয় নাই। আমি তো মনে করি, সেটার এক ধরনের ধারাবাহিকতা চলছে।
এসব গুলিকে উসকানিমূলক মনে হয় কি-না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আমি তো এটা বললাম, যখন সোনালী সম্পর্ক আমাদের ছিল, তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদা কিছু দেখার সুযোগ নাই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য।
সবশেষ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এসময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহসহ আরেকজন আহত হন।