ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায়।
১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস সীমান্তে নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনে কড়া প্রতিবাদ জানায়। তার চারদিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী জয়ন্ত সিংহ নিহত হন।
তৌহিদ হোসেন বলেন, “সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড দেশের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যা আমরা চাই না।” তিনি আরও বলেন, “ভারতের সাথে সোনালী সম্পর্ক চলাকালেও এমন ঘটনা ঘটেছে, এটির ধারাবাহিকতা এখনও চলছে, যা অগ্রহণযোগ্য।”
এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায়।
১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস সীমান্তে নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনে কড়া প্রতিবাদ জানায়। তার চারদিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী জয়ন্ত সিংহ নিহত হন।
তৌহিদ হোসেন বলেন, “সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড দেশের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যা আমরা চাই না।” তিনি আরও বলেন, “ভারতের সাথে সোনালী সম্পর্ক চলাকালেও এমন ঘটনা ঘটেছে, এটির ধারাবাহিকতা এখনও চলছে, যা অগ্রহণযোগ্য।”
এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।