alt

জাতীয়

ডেঙ্গু : হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ছড়িয়ে পড়েছে গ্রাম-গঞ্জেও

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। থেমে নেই মৃত্যুও। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে আগে ডেঙ্গু আক্রান্ত হলেও এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে শিশুরও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালে ৪৪১ জন ও প্রাইভেটে ১২০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৪৫ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১০৩ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৮শ’ ৪৬ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসের গত ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন।

গত আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫শ’ ২১ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৭ জন। গত জুলাই মাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬শ’ ৬৯ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। এভাবে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই তথ্য জানা গেলেও যারা হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের চেম্বারে চিকিৎসা গাইডলাইন নিয়ে বাসায় অবস্থান করছেন। তাদের সংখ্যা জানা গেছে এই সংখ্যা আরও অনেক বেশি হত বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছে ৯২ জন। ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে ৬০ জন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১২৯ জন। এভাবে রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখন ভর্তি আছে ৫৯৪ জন। অন্যান্য প্রাইভেট হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান আবহাওয়া ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযোগী। থেমে থেমে বৃষ্টির কারণে নির্মানাধীন ভবনের ছাদে, ফুলের টব, পাকা রাস্তার গর্তে, ওয়াসার পানির সংযোগের স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে ও বংশ বিস্তার করছে। ডেঙ্গু ভাইরাস বহনকারি এডিস মশার জীবাণু বহনকারি মশা বংশ বিস্তার করে। সেই মশা কাউকে কামড় দিলে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবেন।

আবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত কেউ শহর থেকে গ্রামের বাড়িতে গেলেও সেখানে যদি আক্রান্ত ব্যক্তিকে মশা কামড় দেয়। ওই মশা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবে। আক্রান্ত মশা নতুন করে কাউকে কামড় দিলে সেও আক্রান্ত হবে। এভাবে ডেঙ্গু ভাইরাস সারাদেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মশার উপদ্রব আগামী শীত পর্যন্ত চলতে থাকবে। নভেম্বর মাসে শীত পড়তে শুরু করলে আস্তে আস্তে কমতে পারে। তাই নিয়মিত মশার ওষুধ দেয়ার পরামর্শ দিয়েছেন। নির্মণাধীন ভবন, রাস্তা, ফুলের টব, বাড়ির আঙ্গিনা, ডাবের খোসা, ওয়াসার পানির ট্যাংকের গর্তে জমে থাকা পানি পরিস্কার ও পরিচ্ছন্ন করলে মশার বিস্তার কমবে।

এডিস মশার উপদ্রব না কমলে ডেঙ্গু আক্রান্ত বাড়বে। ডেঙ্গু টেস্ট্র করে রোগ শনাক্ত করলে মৃত্যুর হার কমবে। হাসপাতালে রোগীর চাপ কমবে। জেলা পর্যায় থেকে গ্রামগঞ্জ পর্যন্ত দ্রুত ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা নিলে পরিস্থিতির অবনতি হবে।

শহর থেকে জেলা পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার ও পরিচ্ছন্ন না রাখলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ওয়ার্ড থেকে দিতে হবে। মশা দমনে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞরা চলতি বছর অনুসন্ধান শেষে জানিয়েছেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় উক্ত জরিপ পরিচালনা করেছেন। রাজধানীর ৯৯টি ওয়ার্ডে ২১টি টিমের মাধ্যমে ওই জরিপ পরিচালনা করেছে।

জরিপে ৩ হাজার ১৫২টি বাড়িতে সার্ভে করা হয়। ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তারমধ্যে বহুতল ভবন শতকরা ৪২ দশমিক ৩৩ ভাগ। স্বতন্ত্র বাড়ি ২১ দশমিক ৬ ভাগ, নির্মাধীন ভবন ২১ দশমিক ৬ ভাগ, সেমিপাকা বাড়ি ১২ দশমিক ৭৪ ভাগ, খালি জায়গা ১ দশমিক ৭৩ ভাগে এডিস মশার লাভা পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, প্রজনন স্থল হিসেবে প্লাস্টিকের ড্রামে শতকরা ১৮ ভাগ, মেঝেতে জমানো পানিতে ১৫ ভাগ, প্লাস্টিকের বালতিতে ১৪ ভাগ। বর্ষা মৌসুমের আগেই জরিপে প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত।

এডিস মশা থেকে বাঁচতে জনগণকে সচেতনতার মাধ্যমে সম্পৃক্তা বাড়ানো দরকার। যেহেতু ডেঙ্গু সারাবছর সংক্রমণ হচ্ছে ও সারাবছরের রোগ হিসেবে চিহ্নিত। তাই সেন্টিনাল সাইট প্রতিষ্ঠার মাধ্যমে সারাবছর কীটতত্ত্ব¡ জরিপ করে মশা দমন করা দরকার।

রাজধানীর ৯৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৫২টি বাড়িতে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ টিমের কর্মকতারা জানান। তার মধ্যে ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পাওয়া গেছে। যা পরিদর্শন করা মোট বাড়ির ১৪ দশমিক ৬৯ শতাংশ।

চট্টগ্রাম ব্যুরো জানিয়েছেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ?ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবান জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত ওয়াহিদকে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয় এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে ওয়াহিদের ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের’ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন সীতাকু-ের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও পাঁচজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে চট্টগ্রামে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বরের ১২ দিনে ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মারা গেছে ১০ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং দুই শিশু।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

ছবি

বন্যায ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ ক‌রলো বি‌জি‌বি

ত্রিমুর্খী সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত, রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্ত আশুলিয়া শিল্পাঞ্চল

যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানের সময় ময়মনসিংহে যুবদল নেতা নিহত

পদোন্নতি-পদায়ন ‘বঞ্চিতদের’ সামলাতে প্রশাসনে হিমশিম

ছবি

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী

রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোন অভিপ্রায় নাই: উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি

৯৬ শতাংশ শিক্ষার্থীর মতে ছাত্ররাজনীতি শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলে, নিষিদ্ধ চান ৮৪ শতাংশ

ছবি

জার্মানি থেকে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে ১০০ কোটি ইউরো সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছবি

ত্রিমুর্খী সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত

নগদে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ছবি

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেলেন হোয়ে ইউন জিয়ং

ছবি

বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত করতে বিশ্ব ব্যাংকের ২০০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি

ছবি

অন্তর্বর্তী সরকার জানে না কোন স্ট্যাটাসে দিল্লিতে আছেন শেখ হাসিনা : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

আইন কমিশনের পরামর্শক এ কে মোহাম্মদ হোসেন

ছবি

যুগ্মসচিব পদে পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ ১৯৪ কর্মকর্তা

ত্বকী হত্যার সাথে জড়িত আরেকজন গ্রেপ্তার

ছবি

যেসব হত্যার বিচার আগে হবে, জানালেন চিফ প্রসিকিউর

ছবি

রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই: আসিফ মাহমুদ

ছবি

রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন কর্মকর্তারা: ড. দেবপ্রিয়

ছবি

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক

ছবি

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

ছবি

রংপুরে মতবিনিময় সভায় মেয়র আর সাংবাদিক সম্পর্কে বিষোদগার করায় হৈচৈ ধাক্কাধাক্কি

যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি

জাবিতে পূর্ববর্তী সরকারের পতন উদযাপনে ভিন্নধর্মী চল্লিশার আয়োজন

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

ছবি

চাকরিচ্যুত কর্মকর্তাদের ফেরাতে ৫ সদস্যের কমিটি

ছবি

বৃষ্টি কমেছে, তাপমাত্রা বাড়তে পারে

ছবি

হাতিয়ায় ২১ ট্রলার ডুবি, এখনও নিখোঁজ ৭ জেলে

ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ছবি

সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিছানায় বান্ডেল টাকার ছড়াছড়ি, ছবি ভাইরাল

ছবি

বাংলাদেশ ‘পুনর্গঠন, সংস্কারে’ সহযোগিতায় ‘আগ্রহী’ যুক্তরাষ্ট্র

ছবি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে: উপদেষ্টা ফারুক-ই-আজম

বিমানবন্দর থেকে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আ:লীগ নেতা বুদ্দিন আটক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভালুকায় রাজমিস্ত্রী তফাজ্জল হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে আসামী করে মামলার আবেদন

ছবি

মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি হয়েছে তার তালিকা প্রস্তুত হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

tab

জাতীয়

ডেঙ্গু : হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ছড়িয়ে পড়েছে গ্রাম-গঞ্জেও

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। থেমে নেই মৃত্যুও। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে আগে ডেঙ্গু আক্রান্ত হলেও এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে শিশুরও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালে ৪৪১ জন ও প্রাইভেটে ১২০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৪৫ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১০৩ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৮শ’ ৪৬ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসের গত ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন।

গত আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫শ’ ২১ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৭ জন। গত জুলাই মাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬শ’ ৬৯ জন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। এভাবে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই তথ্য জানা গেলেও যারা হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের চেম্বারে চিকিৎসা গাইডলাইন নিয়ে বাসায় অবস্থান করছেন। তাদের সংখ্যা জানা গেছে এই সংখ্যা আরও অনেক বেশি হত বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছে ৯২ জন। ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে ৬০ জন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১২৯ জন। এভাবে রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখন ভর্তি আছে ৫৯৪ জন। অন্যান্য প্রাইভেট হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান আবহাওয়া ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযোগী। থেমে থেমে বৃষ্টির কারণে নির্মানাধীন ভবনের ছাদে, ফুলের টব, পাকা রাস্তার গর্তে, ওয়াসার পানির সংযোগের স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে ও বংশ বিস্তার করছে। ডেঙ্গু ভাইরাস বহনকারি এডিস মশার জীবাণু বহনকারি মশা বংশ বিস্তার করে। সেই মশা কাউকে কামড় দিলে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবেন।

আবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত কেউ শহর থেকে গ্রামের বাড়িতে গেলেও সেখানে যদি আক্রান্ত ব্যক্তিকে মশা কামড় দেয়। ওই মশা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবে। আক্রান্ত মশা নতুন করে কাউকে কামড় দিলে সেও আক্রান্ত হবে। এভাবে ডেঙ্গু ভাইরাস সারাদেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মশার উপদ্রব আগামী শীত পর্যন্ত চলতে থাকবে। নভেম্বর মাসে শীত পড়তে শুরু করলে আস্তে আস্তে কমতে পারে। তাই নিয়মিত মশার ওষুধ দেয়ার পরামর্শ দিয়েছেন। নির্মণাধীন ভবন, রাস্তা, ফুলের টব, বাড়ির আঙ্গিনা, ডাবের খোসা, ওয়াসার পানির ট্যাংকের গর্তে জমে থাকা পানি পরিস্কার ও পরিচ্ছন্ন করলে মশার বিস্তার কমবে।

এডিস মশার উপদ্রব না কমলে ডেঙ্গু আক্রান্ত বাড়বে। ডেঙ্গু টেস্ট্র করে রোগ শনাক্ত করলে মৃত্যুর হার কমবে। হাসপাতালে রোগীর চাপ কমবে। জেলা পর্যায় থেকে গ্রামগঞ্জ পর্যন্ত দ্রুত ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা নিলে পরিস্থিতির অবনতি হবে।

শহর থেকে জেলা পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার ও পরিচ্ছন্ন না রাখলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ওয়ার্ড থেকে দিতে হবে। মশা দমনে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞরা চলতি বছর অনুসন্ধান শেষে জানিয়েছেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় উক্ত জরিপ পরিচালনা করেছেন। রাজধানীর ৯৯টি ওয়ার্ডে ২১টি টিমের মাধ্যমে ওই জরিপ পরিচালনা করেছে।

জরিপে ৩ হাজার ১৫২টি বাড়িতে সার্ভে করা হয়। ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তারমধ্যে বহুতল ভবন শতকরা ৪২ দশমিক ৩৩ ভাগ। স্বতন্ত্র বাড়ি ২১ দশমিক ৬ ভাগ, নির্মাধীন ভবন ২১ দশমিক ৬ ভাগ, সেমিপাকা বাড়ি ১২ দশমিক ৭৪ ভাগ, খালি জায়গা ১ দশমিক ৭৩ ভাগে এডিস মশার লাভা পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, প্রজনন স্থল হিসেবে প্লাস্টিকের ড্রামে শতকরা ১৮ ভাগ, মেঝেতে জমানো পানিতে ১৫ ভাগ, প্লাস্টিকের বালতিতে ১৪ ভাগ। বর্ষা মৌসুমের আগেই জরিপে প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত।

এডিস মশা থেকে বাঁচতে জনগণকে সচেতনতার মাধ্যমে সম্পৃক্তা বাড়ানো দরকার। যেহেতু ডেঙ্গু সারাবছর সংক্রমণ হচ্ছে ও সারাবছরের রোগ হিসেবে চিহ্নিত। তাই সেন্টিনাল সাইট প্রতিষ্ঠার মাধ্যমে সারাবছর কীটতত্ত্ব¡ জরিপ করে মশা দমন করা দরকার।

রাজধানীর ৯৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৫২টি বাড়িতে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ টিমের কর্মকতারা জানান। তার মধ্যে ৪৬৩টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পাওয়া গেছে। যা পরিদর্শন করা মোট বাড়ির ১৪ দশমিক ৬৯ শতাংশ।

চট্টগ্রাম ব্যুরো জানিয়েছেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ?ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবান জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত ওয়াহিদকে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয় এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে ওয়াহিদের ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের’ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন সীতাকু-ের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও পাঁচজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরে চট্টগ্রামে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন মহানগরে এবং ৩৩৩ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বরের ১২ দিনে ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মারা গেছে ১০ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং দুই শিশু।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

back to top