মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে, তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিয়ে আন্দোলন হয়েছে। তাই কতজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছেন, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এটি প্রস্তুত হওয়ার পর বিষয়টি জনসম্মুখে উপস্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘চাকরিতে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন, তারা ন্যায্যভাবে নিয়োগ পেয়েছেন কি না, সেটাও যাচাই করা হবে। এই বিষয়ে ৩ হাজার ৭০০-এর মতো মামলা ঝুলছে, সেগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটি জাতির সঙ্গে প্রতারণা এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারে কাজ করছি।’
তিনি আরও যোগ করেন, "মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়। একে অবহেলা করে বা হাসি-ঠাট্টার মাধ্যমে নষ্ট করা যাবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা তাদের সম্মান ফিরে পেতে চান, এবং আমরা সেই সম্মান নিশ্চিত করবো।"
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে, তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিয়ে আন্দোলন হয়েছে। তাই কতজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছেন, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এটি প্রস্তুত হওয়ার পর বিষয়টি জনসম্মুখে উপস্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘চাকরিতে যারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন, তারা ন্যায্যভাবে নিয়োগ পেয়েছেন কি না, সেটাও যাচাই করা হবে। এই বিষয়ে ৩ হাজার ৭০০-এর মতো মামলা ঝুলছে, সেগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটি জাতির সঙ্গে প্রতারণা এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারে কাজ করছি।’
তিনি আরও যোগ করেন, "মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়। একে অবহেলা করে বা হাসি-ঠাট্টার মাধ্যমে নষ্ট করা যাবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা তাদের সম্মান ফিরে পেতে চান, এবং আমরা সেই সম্মান নিশ্চিত করবো।"