আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার জজ আদালতের নিজ চেম্বারে এ কথা বলেন তিনি।
এহসানুল হক সমাজী বলেন, আমি এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, তৌফিক-ই-এলাহী, ফারুক খান ও জুনায়েদ আহমেদ পলকের পক্ষে মামলা লড়তে ফাইল রিসিভ করেছি। ট্রাইব্যুনালে তাদের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি। এই পর্যায়ে আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বিশেষ পরামর্শক পদে যোগদান করা অনৈতিক হবে। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, কোনও পক্ষেই (প্রসিকিউশন বা আসামি) মামলা লড়বো না।
সমাজী বলেন, আমার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং সকল প্রকার বিতর্ক এড়ানোর উদ্যেশ্যে উক্ত পদে যোগদান না করাটাই সমীচীন বলে আমি মনে করি।
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কোনো পক্ষেই মামলা পরিচালনা করবেন না বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার জজ আদালতের নিজ চেম্বারে এ কথা বলেন তিনি।
এহসানুল হক সমাজী বলেন, আমি এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, তৌফিক-ই-এলাহী, ফারুক খান ও জুনায়েদ আহমেদ পলকের পক্ষে মামলা লড়তে ফাইল রিসিভ করেছি। ট্রাইব্যুনালে তাদের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি। এই পর্যায়ে আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বিশেষ পরামর্শক পদে যোগদান করা অনৈতিক হবে। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, কোনও পক্ষেই (প্রসিকিউশন বা আসামি) মামলা লড়বো না।
সমাজী বলেন, আমার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং সকল প্রকার বিতর্ক এড়ানোর উদ্যেশ্যে উক্ত পদে যোগদান না করাটাই সমীচীন বলে আমি মনে করি।