৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে আবেদনগ্রহণ শুরু হবে; চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ বিসিএসের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মে মাসে হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে আবেদনগ্রহণ শুরু হবে; চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ বিসিএসের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মে মাসে হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।