একজন কিডনি রোগীকে বাঁচাতে ঢাকা জেলার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছিল তিন তরুণ। তারা সিনেমা থেকে উদ্বুদ্ধ হয়ে এ ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডাকাতির ঘটনা নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে ব্যাংকে ডাকাতি চেষ্টা ও জিম্মির তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা নানাভাবে তাদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে আমরা তাদের কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নেই। পরবর্তীতে তাদের নানাভাবে বুঝিয়ে পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়।’
পুলিশের এই কর্মকর্তা জানান, ডাকাতির চেষ্টায় আটক তিন জনের দুই জন ১৬ বছর বয়সী। অন্যজনের বয়স ২২ বছর। তারা কোনও চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসি থেকে ডাকাতির চেষ্টা করেছে। তারা বলেছে একজন কিডনি রোগীকে সাহায্য করতে ১৫ লাখ টাকা লাগবে। তাই তারা ব্যাংক থেকে ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। রোগীকে সাহায্য করার পাশাপাশি তাদের আইফোন কেনার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে।
উদ্ধারকৃত চারটি অস্ত্র খেলনা পিস্তল ছিল জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক তিন জনের কাছ থেকে চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি প্লাস্টিকের ও অন্যটি ছিল স্টিলের লাইনটার পিস্তল। এছাড়াও তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। সেগুলো তারা নতুন কিনেছিল।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকার অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, তিন তরুণ ডাকাত সদস্য ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হলে পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির কথা ঘোষণা করা হয়।
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
একজন কিডনি রোগীকে বাঁচাতে ঢাকা জেলার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছিল তিন তরুণ। তারা সিনেমা থেকে উদ্বুদ্ধ হয়ে এ ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডাকাতির ঘটনা নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে ব্যাংকে ডাকাতি চেষ্টা ও জিম্মির তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা নানাভাবে তাদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে আমরা তাদের কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নেই। পরবর্তীতে তাদের নানাভাবে বুঝিয়ে পুলিশের জিম্মায় নিয়ে আসা হয়।’
পুলিশের এই কর্মকর্তা জানান, ডাকাতির চেষ্টায় আটক তিন জনের দুই জন ১৬ বছর বয়সী। অন্যজনের বয়স ২২ বছর। তারা কোনও চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসি থেকে ডাকাতির চেষ্টা করেছে। তারা বলেছে একজন কিডনি রোগীকে সাহায্য করতে ১৫ লাখ টাকা লাগবে। তাই তারা ব্যাংক থেকে ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। রোগীকে সাহায্য করার পাশাপাশি তাদের আইফোন কেনার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে।
উদ্ধারকৃত চারটি অস্ত্র খেলনা পিস্তল ছিল জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক তিন জনের কাছ থেকে চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি প্লাস্টিকের ও অন্যটি ছিল স্টিলের লাইনটার পিস্তল। এছাড়াও তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। সেগুলো তারা নতুন কিনেছিল।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঢাকার অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানায়, তিন তরুণ ডাকাত সদস্য ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হলে পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাতির কথা ঘোষণা করা হয়।