রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সচিবালয়ে ৭ নম্বর ভবনে ১ টা ৫০ মিনিটে আগুন ৬ তলায়। ফায়ার সার্ভিসকে ১ টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১ টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল ৮ টা ০৫ মিনিটে এ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, এ ঘটনায় সড়ক দূর্ঘটনায় একজন ফায়ার সার্ভিসের সদস্য শাহাদাত বরণ করেছে। এছাড়া ২-৩ জন আহত হয়েছেন, তারা এখন ভালো আছে।
এই ঘটনা কোনো নাশকতা কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।
সচিবালয়ের মত সুরিক্ষত জায়গায় এমন ঘটনার বিষয়ে তিনি বলেন, এক্সিডেন্ট তো যেকোনো জায়গায় হতে পারে।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সচিবালয়ে ৭ নম্বর ভবনে ১ টা ৫০ মিনিটে আগুন ৬ তলায়। ফায়ার সার্ভিসকে ১ টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১ টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল ৮ টা ০৫ মিনিটে এ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, এ ঘটনায় সড়ক দূর্ঘটনায় একজন ফায়ার সার্ভিসের সদস্য শাহাদাত বরণ করেছে। এছাড়া ২-৩ জন আহত হয়েছেন, তারা এখন ভালো আছে।
এই ঘটনা কোনো নাশকতা কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।
সচিবালয়ের মত সুরিক্ষত জায়গায় এমন ঘটনার বিষয়ে তিনি বলেন, এক্সিডেন্ট তো যেকোনো জায়গায় হতে পারে।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।